নিউ সাউথ ওয়েলসে ছুটি কাটাতে গিয়েছিলেন দু ভাইবোন৷ দু’টি পাহাড়ের সঙ্গে ৭০ ফিট উচ্চতায় বেঁধেছিলেন হ্যামক৷ তার পর সারা রাত ছিলেন দোলনাতেই৷
আরও পড়ুন : করোনা ভ্যাকসিনের কারণে বাড়ছে মহিলাদের স্তনের আকার! চাঞ্চল্যকর দাবিতে শোরগোল!
advertisement
সংবাদমাধ্যমে স্যাম জনিয়েছেন অনেক দিন ধরে তাঁদের মনে এই অভিযানের ইচ্ছে ছিল৷ কিন্তু হ্যামক টাঙানোর জন্য উপযুক্ত খাড়াই পাহাড় পাচ্ছিলেন না৷ এত দিনে পাহাড় খুঁজে পেয়ে অবশেষে ইচ্ছে পূর্ণ হল৷
আরও পড়ুন : অশক্ত বৃদ্ধার ৭ লাখ টাকা চুরি! ঘুমের ঘোরে স্ত্রীর স্বীকারোক্তি শুনে পুলিশের দ্বারস্থ স্বামী
ইনস্টাগ্রামে তাঁরা শেয়ার করেছেন তাঁদের অভিযানের ছবি৷ তাঁদের সাহসকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা৷ তবে অনেকেই তাঁদের সুরক্ষা নিয়ে চিন্তাপ্রকাশ করেছেন৷ তবে অভিযাত্রী দুই ভাইবোনের মতে, তাঁদের সুরক্ষার জন্য সব রকম বন্দোবস্ত করা ছিল৷ জানিয়েছেন, তাঁরা পড়ে গেলেও আহত হতেন না৷
আরও পড়ুন : নিলাম হবে বিশ্বের বৃহত্তম পলকাটা কালো হিরের, দাম উঠতে পারে ৫০০ বিলিয়ন ডলার
কিন্তু পাহাড়ের ঢালে ঝুলন্ত অবস্থায় ঘুম কীরকম হল? স্যাম জানিয়েছেন, এটা ছিল সেরা ঘুমের রাত৷