আর যেমন ভাবনা, তেমন কাজ! প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটা করে চিঠি লিখে ফেলল ওরা দু’জনেই (Assam Siblings letter)। আর সেই গুরুগম্ভীর সমস্যার চিঠি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই হেসে কুটোপাটি নেটিজেনরা।
ছয় বছরের খুদে মেয়ে রাওজা আর ওর পাঁচ বছর বয়সি ছোট্ট ভাই আরিয়ান। আসলে, ওদের কয়েকটা দুধের দাঁত পড়ে গিয়েছে। এ বার সেই জায়গায় নতুন দাঁত উঠতে অনেক সময় লাগছে। আরে, তা বললে কী হয়? দাঁত উঠতে দেরি হচ্ছে বলে তো নিজেদের পছন্দের খাবারগুলোও খেতে পারছে না ওরা! আর সব থেকে বড় কথা হচ্ছে, পছন্দের খাবার খেতে না-পারা অত্যন্ত গুরুতর সমস্যা। তাই কোনও উপায় না-দেখেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নিজেদের সমস্যার কথা চিঠির মাধ্যমে জানিয়ে এর সমাধান চেয়েছে ওরা।
advertisement
আরও পড়ুন: রঙ মেলানো শাড়িতে দুলছে কোমর, 'মানিকে মাগে হিঠে'র সঙ্গে ৪ তন্বীর দুরন্ত নাচ তুমুল ভাইরাল...
রাওজা লিখেছে, “প্রিয় হিমন্ত মামা, আমার পাঁচটা দাঁত এখনও বেরোচ্ছে না। যার জন্য আমি কোনও খাবার চিবোতে পারছি না। দয়া করে আমার সমস্যা মেটাতে আপনি কিছু একটা করুন।” আর আরিয়ান লিখেছে, “প্রিয় মোদীজি, আমার তিনটে দাঁত বেরোচ্ছেই না। আর তার ফলে আমি পছন্দের কোনও খাবার চিবিয়ে খেতে পারছি না। তাই আমার সমস্যা সমাধান করতে দয়া করে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ করুন।”
আরও পড়ুন: উঠোনে বসেছিলেন দাদু, জাপটে ধরে চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন ঠাকুমা! তুমুল ভাইরাল ভিডিও...
সরল দুই খুদের এই অকপট চিঠির ছবি ফেসবুকে (Facebook) শেয়ার করেছেন তাদের মামা মুখতার আহমেদ। তিনি লিখেছেন, “বিশ্বাস করুন, আমি বাড়িতে নেই। আমি কর্মক্ষেত্রে রয়েছি, আমার ভাইঝি আর ভাইপো নিজে থেকেই এই চিঠি লিখেছে। আর ওরা যে হেতু ওদের পছন্দের খাবার চিবোতে পারছে না, তাই প্রয়োজনীয় পদক্ষেপ করুন।”
আর মিষ্টি দুই খুদের এই গুরুতর সমস্যার কথা ফেসবুকে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। তাদের আদরে আদরে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। প্রচুর শেয়ার হয়েছে, সঙ্গে কমেন্ট বক্সে উপচে পড়ছে ভালবাসা!