TRENDING:

মুরগিকে ঢিল মারায় তেড়ে গেল ভেঁড়ার দল! পশুদের এই বন্ধুত্ব দেখে তাজ্জব নেটিজেনরা

Last Updated:

Animals attacked a woman on a farm : পশুদের এই পারস্পরিক প্রেম দেখে তাজ্জব হয়েছেন সকলেই ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# নয়াদিল্লি : পশু-পাখিদের মধ্যে বন্ধুত্ব প্রায়ই চোখে পড়ে আমাদের । কিন্তু একে অপরের জন্য দলবদ্ধ হয়ে লড়াই করতে দেখেছেন কখনও ?
advertisement

মানুষকে সর্ব শ্রেষ্ঠ জীব বলে মনে করা হয় । বিভিন্ন সময় একে অপরের জন্য দলবদ্ধ হয়ে সংগ্রামও করে মানুষ । কিন্তু দুই ভিন্ন প্রাণীর একে অপরের জন্য লড়াই করার ছবি সচরাচর খুব একটা চোখে পড়ে না । এইরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ।

আরও পড়ুন : তিন পায়েই দৌড়াচ্ছে 'ভুতোমি' ! হাতির এই ভিডিও দেখে শোরগোল নেট দুনিয়ায়

advertisement

কিছু প্রাণী আছে যারা দল বেঁধে কাজ করে । এবং এদের মধ্যে ঐক্য প্রচুর । এদের ঐক্যের কাছে মানুষও হার মেনে যাবে । প্রাণীরা  যে প্রজাতিরই হোক না কেন, তাদের প্রায়ই একে অপরকে সাহায্য করতে দেখা যায়।  এরকমই এক অদ্ভুত ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে । ভিডিওতে ভেঁড়া ও মুরগিকে একসঙ্গে দলবদ্ধ হয়ে এক মহিলাকে আক্রমণ করতে দেখা গিয়েছে । পশুদের এই পারস্পরিক প্রেম দেখে তাজ্জব হয়েছেন সকলেই ।

advertisement

আরও পড়ুন : গোল গোল ঘুরে মৃত্যু, পিঁপড়ের দলের এমন করুণ পরিণতি দেখে আপনার মন খারাপ হয়ে যাবে

ভিডিওতে দেখা গিয়েছে , এক ফার্মে একইসঙ্গে থাকে কিছু মুরগি ও ভেঁড়া।   ওই ফার্মেই এক মহিলাকে তাড়া করে একটি মুরগি । ভয়ে  মুরগিটিকে পা দিয়ে লাথি মারেন ওই মহিলা । কিন্তু তারপরে মহিলাকে ফের আক্রমণ করে মুরগিটি  এরপর মুরগিটির দিকে ঢিল ছোড়েন  ওই মহিলা । মুরগিটিকে ঢিল ছোড়া মাত্রই  ফার্মে থাকা এক ভেঁড়া চড়াও হয় মহিলাটির দিকে ।   ভেঁড়ার আঘাতের ঘায়ে  মাটিতে পড়ে যান মহিলাটি। তারপর তিনি  পালাতে গেলে একসঙ্গে জোট বেঁধে ভেঁড়া ও মুরগির দল তাড়া করেন তাকে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

এই অদ্ভুত  ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন সম্রাট গোড়া নামে এক আইএফএস অফিসার । ভিডিওটি শেয়ার করা মাত্রই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে নেটিজেনদের । ইতিমধ্যেই প্রায় ৩ হাজার জন শেয়ার করেছেন এই ভিডিও ।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মুরগিকে ঢিল মারায় তেড়ে গেল ভেঁড়ার দল! পশুদের এই বন্ধুত্ব দেখে তাজ্জব নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল