আরও পড়ুন– ক্যানসারের ভ্যাকসিন তৈরি রাশিয়ায় ! আগামী বছর থেকেই দেওয়া হবে বিনামূল্যে, দাবি পুতিনের
আগামী ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে আলিগড় জেলার একটি গেস্ট হাউজে আশীর্বাদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে তা বাতিল করা হয়েছে। কারণ ধর্মীয় সংগঠনের তরফে জানানো হয়েছে যে, যদি এই অনুষ্ঠান করা হয়, তাহলে অপ্রীতিকর পরিণতি হতে পারে। আসলে কনের পরিবারের তরফে আমন্ত্রণপত্রে ছাপানো বার্তা হিন্দু সংগঠনগুলির কাছে পাঠানো হয়েছিল। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রাক্তন মেয়র শকুন্তলা ভারতী এডিএম সিটিতে একটি স্মারকলিপিও জমা করা হয়েছে। এর পাশাপাশি বিয়ের অনুষ্ঠান আয়োজন করার বিরোধিতা জানিয়ে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
advertisement
আসলে আলাদা দুই সম্প্রদায়ের একটি ছেলে এবং মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। এই বিয়ের বিরোধিতা করতে শুরু করে সংগঠনগুলি। শুধু তা-ই নয়, প্রাক্তন মেয়র শকুন্তলা ভারতীও প্রচুর লোক নিয়ে এ-ও হুঁশিয়ারি দেন যে, অনুষ্ঠান সংঘটিত হলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এরপর প্রতিবাদকারীদের কাছে বিয়ের অনুষ্ঠান বাতিল করার বার্তা পাঠানো হয় কনের পরিবারের তরফে।
এই প্রসঙ্গে তথ্য দিয়ে এডিএম সিটি অমিত ভাট বলেন যে, রিসেপশনের ওই অনুষ্ঠান নিয়ে একটি স্মারকলিপি জমা পড়েছে। অভিযোগ করা হয়েছে যে, অন্য সম্প্রদায়ের একটি ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল একটি হিন্দু মেয়ের। যদিও সেটি ছিল প্রেমের বিয়ে। সেই কারণে রিসেপশনের আয়োজন করা হয়েছিল। যদিও কনের পরিবার এই বিয়ে মেনে নিতে চায়নি। তাদের অভিযোগ ছিল, মেয়েকে ফুঁসলে বিয়ে করা হচ্ছে। তবে পুলিশ এই গোটা বিষয়টি তদন্ত করে দেখছে।