Russia Cancer Vaccine: ক্যানসারের ভ্যাকসিন তৈরি রাশিয়ায় ! আগামী বছর থেকেই দেওয়া হবে বিনামূল্যে, দাবি পুতিনের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Russia Says It Has Developed New Cancer Vaccine: ২০২৫ সাল থেকেই রাশিয়ায় ক্যানসার রোগীদের দেওয়া হবে বিনামূল্যে, জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ।
মস্কো: মারণরোগ ক্যানসারের ভ্যাকসিন আর স্বপ্ন নয়, সত্যি সত্যি নাকি তৈরি করে ফেলেছেন রুশ বিজ্ঞানীরা। শুধু তাই নয়, এর সুফল পাওয়া যাবে আগামী বছর থেকেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, ২০২৫ সাল থেকেই রাশিয়ায় ক্যানসার রোগীদের এই ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে ৷ ‘শতাব্দীর সেরা আবিষ্কার’ করে ফেলেছেন রুশ বিজ্ঞানীরা। এমনটাই দাবি ক্রেমলিনের।
আগামী বছর, অর্থাৎ ২০২৫ সাল থেকে তা ক্যানসারের রোগীদের দেওয়া হবে বিনামূল্যে। এমনটাই দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ রেডিয়োলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিন জানিয়েছেন, রাশিয়ার বিজ্ঞানীরা ‘MRNA’ বা মেসেঞ্জার আরএনএ প্রযুক্তির সাহায্যে ক্যানসারের প্রতিষেধক তৈরি করেছেন। এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে দেশে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের মধ্যেই তা চলে আসবে সবার কাছে।
advertisement
advertisement
সংবাদসংস্থা সূত্রে খবর, এই ভ্যাকসিনটি শরীরের ক্যানসারের সেল বা কোষ চিনে নিতে পারে। তারপর শুরু করে ধ্বংস করা। এই থেরাপিউটিক ক্যানসার ভ্যাকসিন টিউমার কোষের প্রোটিন বা অ্যান্টিজেনকে বিশেষভাবে টার্গেট করে। টিউমার নির্মূলে কার্যকর হয়ে ওঠে। এখনও পর্যন্ত রুশ বিজ্ঞানীদের দাবি, এই প্রতিরোধমূলক ভ্যাকসিন (HPV) ক্যানসার প্রতিরোধে খুবই সহায়ক। নতুন ভ্যাকসিন শরীরে সাধারণ ইঞ্জেকশনের মারফতই দেওয়া হবে। বিজ্ঞানীদের দাবি, প্রাকৃতিক উপাদান থেকে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে, তাই এর কোনও সাইড-এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া হবে না।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 18, 2024 2:19 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Russia Cancer Vaccine: ক্যানসারের ভ্যাকসিন তৈরি রাশিয়ায় ! আগামী বছর থেকেই দেওয়া হবে বিনামূল্যে, দাবি পুতিনের