‘যব প্যায়ার করে কোই…’ ৭০ বছরের অভিনেতার প্রেমে হাবুডুবু? ট্রোলের মুখে অভিনেত্রী
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Govind Namdev Shivangi Verma Photo: গোবিন্দ নামদেব দাঁড়িয়ে। আর তাঁর কাঁধে হাত দিয়ে ঘনিষ্ঠ ভঙ্গীতে পোজ দিয়েছেন অভিনেত্রী শিবাঙ্গী বর্মা। এক ঝলকে দেখলে প্রেমিক-প্রেমিকা মনে হতে বাধ্য। অনেকে তা ভাবছেনও। কেউ কেউ সরাসরি জিজ্ঞাসাও করেছেন, “আপনারা নতুন জুটি না কি?”
advertisement
গোবিন্দ নামদেব দাঁড়িয়ে। আর তাঁর কাঁধে হাত দিয়ে ঘনিষ্ঠ ভঙ্গীতে পোজ দিয়েছেন অভিনেত্রী শিবাঙ্গী বর্মা। এক ঝলকে দেখলে প্রেমিক-প্রেমিকা মনে হতে বাধ্য। অনেকে তা ভাবছেনও। কেউ কেউ সরাসরি জিজ্ঞাসাও করেছেন, “আপনারা নতুন জুটি না কি?” অভিনেত্রীকে ট্রোলও করা হচ্ছে ব্যাপক ৷ Photo: Shivangi Verma/Facebook Page
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গোবিন্দ নামদেবের আলাদা করে পরিচয় দেওয়ার কিছু নেই। তিনি বলিউডের বিখ্যাত ‘ভিলেন’। ‘ব্যান্ডিট কুইন’ ‘সরফারোশ’, ‘সত্যা’-এর মতো ছবিতে তাঁর অভিনয় সিনেপ্রেমীরা চিরকাল মনে রাখবেন। প্রেম চোপড়া, অমরেশ পুরীর মতো কিংবদন্তীদের মধ্যে থেকেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন অভিনেতা। Photo: Shivangi Verma/Facebook Page
advertisement
advertisement