এবার তেমনই এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন উত্তরপ্রদেশের মানুষ। এক গহনা প্রস্তুতকারী সংস্থা পেশ করলেন আট কেজি ওজনের পায়জোর বা মল। আর এক সংস্থার তরফে হাজির দু’কেজি ওজনের চুটকি বা পায়ের আঙুলের আংটি। ওই আংটি পরার মতো উপযুক্ত আঙুল পাওয়া গেলে সেটি বিনামূল্যে দিয়ে দেওয়া হবে বলেও ঘোষণা করল সংস্থা।
advertisement
আরও পড়ুন-দৈর্ঘ্যের বিচারে সবচেয়ে বড় রানওয়ে রয়েছে ভারতের কোন কোন বিমানবন্দরে ? দেখে নিন তালিকা
উত্তরপ্রদেশের আগ্রায় আয়োজিত হয়েছিল তিন দিনের জুয়েলারি এক্সপো। গত রবিবার উদ্বোধন হওয়া অল ইন্ডিয়া জুয়েলার্স এক্সপোর বি-২-বি ২০২৩-এ যোগ দিয়েছে দেশের বিভিন্ন প্রান্তের ৯০টির বেশি গহনা প্রস্তুতকারক সংস্থা।
এই প্রদর্শনীর যাবতীয় আকর্ষণ কেড়ে নিয়েছে ওই আট কেজির মল এবং দুই কেজির পায়ের আংটি। সকলেই আসছেন ওই বিচিত্র গহনা একবার চোখের দেখা দেখতে। আর দেখার পর অবাক না হয়ে পারছেন না। কিন্তু এমন গহনার ‘মালকিন’ পাওয়া ভার। একজোড়া উপযুক্ত পায়ের অপেক্ষায় বসে রয়েছে গহনারা।
সেই কথা ভেবেই গহনা নির্মাতা সংস্থা ঘোষণা করে দিয়েছে, যেদিন ওই আংটির জন্য উপযুক্ত আকারের একজোড়া পা পাওয়া যাবে, সেদিনই সেই পায়ে ওই আংটি পরিয়ে দেওয়া হবে বিনামূল্যে।ং
আরও পড়ুন-সুখের সংসারে যেন কালো মেঘের ছায়া; ৬ জন স্ত্রী-কে নিয়ে বেজায় মুশকিলে যুবক !
আগ্রা বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি নীতীশ আগরওয়ালের নিজের সংস্থা এই প্রদর্শনীতে আট কেজির মল প্রদর্শন করছে। নীতীশ বলেন, ‘কারিগরদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই ৮ কেজির মল। এটি আমাদের ব্র্যান্ডের পরিচয় বহন করে।’ প্রদর্শনীতে সকলেই এই মলের সঙ্গে সেলফি তুলছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রুপোর তৈরি এই ভারী মলের নকশা দিনে তিনবার পরিবর্তন করা হয়।
মলের যোগ্য দোসর হিসেবে এখানে প্রদর্শিত হচ্ছে ২ কেজি ওজনের পায়ের আংটি। এটি তৈরি করেছে রাজকোটের জিডি অর্নামেন্টস নামে একটি গহনা প্রস্তুতকারী সংস্থা। এই বিশাল আংটি দেখেও মানুষ যারপরনাই অবাক। ইতিমধ্যেই এই গয়নার নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ। নির্মাতা সংস্থার মালিক বিপুল জোশী বলেন, আজও যোগ্য পায়ের খোঁজ করা হচ্ছে।