ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে ইসলামপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দুর্গানগর এলাকায়। জানা গিয়েছে, অতুল চন্দ্র পালের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে থাকেন পুনীত কুমার মিশ্রা নামে এক পুলিশ কর্মী। আর সেই পুলিশ কর্মীর ঘরেই চোরেরা হানা দেয় রবিবার গভীর রাতে।
‘তোমার দুষ্টু ছেলের তরফে…’ ১০ বছরের ছেলে পকেটমানি জমিয়ে মাকে জন্মদিনে এমনই এক উপহার দিল !
advertisement
লেপার্ডের তাড়া খেয়ে মগডালে চড়েই যত বিপত্তি, গর্জন শেষে বদলে গেল কান্নায়! দেখুন ভিডিও
জানা যায়, চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সোনার গহনা ও প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকার নগদ অর্থ। পরিবার সূত্রে জানা গেছে, গভীর রাতে ঘরে কেউ না থাকায় চোরেরা সুযোগ নেয়। সকালে ঘরের দরজা খোলা অবস্থায় দেখে পরিবার ও প্রতিবেশীরা বুঝতে পারেন কিছু একটা গোলমাল ঘটেছে।
খবর ছড়াতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, শহরে একের পর এক চুরি হলেও দুষ্কৃতীদের ধরতে প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট। এমনকি পুলিশের ঘরেও যখন নিরাপত্তা নেই, তখন সাধারণ মানুষের ঘরে কতটা নিরাপত্তা আছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনাটি ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সমগ্র ইসলামপুর জুড়ে।
