TRENDING:

গান্ধি জয়ন্তীতে মুক্তি পেলেন ৮০ বছর বয়সী বৃদ্ধা, কারাবাসের শেষে আপ্লুত হয়ে জড়িয়ে ধরলেন জেলারকে

Last Updated:

Gandhi Jayanti: সুপারিনটেনডেন্টকে তাঁর বাড়িতে আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। বৃদ্ধা জানান যে, ওই জেলারসাহেব জেলের ভিতরে তাঁর ভাগবত পাঠের ইচ্ছা পূরণ করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুজ গৌতম, মধ্যপ্রদেশ: গত ২ অক্টোবর সারা দেশ জুড়ে মহাসমারোহে পালিত হয়েছে গান্ধি জয়ন্তী। ওই দিন জাতির পিতা মহাত্মা গান্ধি জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর বিশেষ অবদানের কথা মাথায় রেখে এই দিনটিকে সারাদেশে জাতীয় ও স্থানীয় স্তরে বিশেষ মান্যতা দিয়ে পালন করা হয়। এই বিশেষ দিনটির কথা মাথায় রেখে ওই দিন সাগর কেন্দ্রীয় কারাগার থেকে ১৭ জন বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। ওই মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে রয়েছেন এক ৮০ বছর বয়সী মহিলা। কারাগার থেকে বের হওয়ার সময় জেল সুপারের আচরণে আবেগাপ্লুত হয়ে তাঁকে জড়িয়ে ধরেন ওই বৃদ্ধা। সুপারিনটেনডেন্টকে তাঁর বাড়িতে আসার আমন্ত্রণও জানিয়েছেন তিনি। বৃদ্ধা জানান যে, ওই জেলারসাহেব জেলের ভিতরে তাঁর ভাগবত পাঠের ইচ্ছা পূরণ করেছেন।
গান্ধি জয়ন্তীতে মুক্তি পেলেন ৮০ বছর বয়সী বৃদ্ধা, কারাবাসের শেষে আপ্লুত হয়ে জড়িয়ে ধরলেন জেলারকে
গান্ধি জয়ন্তীতে মুক্তি পেলেন ৮০ বছর বয়সী বৃদ্ধা, কারাবাসের শেষে আপ্লুত হয়ে জড়িয়ে ধরলেন জেলারকে
advertisement

আরও পড়ুন– মরুভূমির মাঝে বিশ্বনেতাদের নিয়ে হয়েছিল এক এলাহি পার্টি ! সেটাই ছিল ২৫০০ বছরের পুরনো এক সাম্রাজ্যের সর্বনাশের কারণ

কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দীরা ভারতীয় আইনের ৩০২, ৩০৭-এর মতো আইনি ধারার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। ১৪ বছরের শাস্তি এবং ৬ বছরের রেহাই মারফত তাঁদের মুক্তি দেওয়া হয়। মুক্তির আগে কারাকর্তৃপক্ষ বন্দীদের কাজের জন্য অর্থও প্রদান করে। এর পাশাপাশি যাঁরা চিকিৎসাধীন ছিলেন তাঁদের চিকিৎসাব্যবস্থা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও ওষুধও দেওয়া হয়েছিল। তাঁদের বলা হয়েছে যে এই প্রেসক্রিপশনের ভিত্তিতে জেলের বাইরেও তাঁদের চিকিৎসা করা হবে।

advertisement

আরও পড়ুন– এক সময়ের ‘দরিদ্রদের খাবার’ আজ সুপারফুড; প্রাণঘাতী রোগ তুড়ি মেরে তাড়াতে দারুণ উপযোগী এই শস্য

এই দিনে মুক্তিপ্রাপ্ত বন্দীদের মালা দিয়ে বিদায় জানানো হয়। জেল সুপার দীনেশ নারগাভে তাঁদের বুঝিয়ে বলেন যে, তাঁরা যেন বাইরে বেরোনোর পর কোনও প্রকারের অন্যায় কাজ না করেন. যাতে তাঁদের আবার জেলে আসতে হয়। এরই পাশাপাশি মুক্তিপ্রাপ্তদের সবাইকে মিষ্টি ও খাবারের প্যাকেটও দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন- পুজোর মরশুমে ভ্রমণার্থীদের জন্য বড়সড় উপহার এয়ার ইন্ডিয়ার; চালু হচ্ছে কলকাতা-ব্যাঙ্কক নন-স্টপ উড়ান পরিষেবা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জেল সুপার দীনেশ নারগাভে জানিয়েছেন যে, এখনও পর্যন্ত ১৫ অগাস্ট এবং ২৬ জানুয়ারিতে তাঁরা বন্দীদের মুক্তি ঘোষণা করতেন। তবে গত বছর থেকে, ১৪ এপ্রিল এবং ২ অক্টোবরও মুক্তিদিবস হিসেবে তাঁরা বন্দীদের মুক্তি ঘোষণা শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় এবারের গান্ধি জয়ন্তীতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কিছু বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
গান্ধি জয়ন্তীতে মুক্তি পেলেন ৮০ বছর বয়সী বৃদ্ধা, কারাবাসের শেষে আপ্লুত হয়ে জড়িয়ে ধরলেন জেলারকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল