স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে ওই বাইক আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর অপর বাইক আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মালদহের চাঁচোল থানার ডাহুকা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃত আশরাফুলের বাড়ি চাঁচোল থানার কান্ডারন এলাকায়। তিনি শ্বশুরবাড়ি থেকে বাইকে করে ফিরছিলেন। পথে অপর একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন আশরাফুল। স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: শীঘ্রই ১০০ শয্যার নতুন ভবন চালু হবে কান্দি মহকুমা হাসপাতালে
আশরাফুলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী সহ গোটা পরিবার। স্থানীয় বাসিন্দ সাদিকুল ইসলাম বলেন, আমি সেই সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ লোকজনের ভিড় দেখতে পাই। এদিকে জানা গিয়েছে, মৃত যুবকের ছোট ছোট দুই কন্যা সন্তান রয়েছে। পুলিশ নিয়মমাফিক মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হরষিত সিংহ