পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন ওই যুবক সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তবে, কুমারগঞ্জ হাই স্কুলের সামনে হঠাৎ করেই আচমকা সাইকেল থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান ওই যুবক। পরিবারের সদস্যরা খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে বরাহার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
আরও পড়ুনঃ এক মুহূর্তে নিভে গেল হাসি! বাড়ির মধ্যেই বিদ্যুতের ঝটকা, হাড়োয়ায় যুবকের করুণ পরিণতি, চাঞ্চল্য
advertisement
সেখান থেকে যুবককে বালুরঘাট জেলা হাসপাতালে দ্রুত স্থানান্তরিত করা হলে কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই মৃত যুবককে বালুরঘাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যু কীভাবে ঘটল তা নিয়ে ধোঁয়াশায় পরিবার।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের দাবি, মনোজের দেহে কোনরকম আঘাতের চিহ্ন ছিল না। তবে কি হার্ট অ্যাটাক! নাকি এর পিছনে অন্য কোন বড় রহস্য লুকিয়ে আছে তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। মৃত্যুর সঠিক কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।






