আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগরে বাড়ি অনুশীলা তালুকদারের। সোমবার দুপুরে তিনি ডিমা নদীর পাড়ে পুজো দিতে গিয়েছিলেন। কিন্তু বিকেল পেরিয়ে রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় সকলে চিন্তিত হয়ে পড়ে। এরপর রাতেই আলো নিয়ে ওই যুবতীর পরিবারের সদস্য এবং স্থানীয়রা নদীর পাড়ে এসে হাজির হয়। তাঁরা দেখেন মেয়ের জুতোজোড়া পড়ে রয়েছে নদীর পাড়ে। কিন্তু তার কোনও খোঁজ নেই। এরপরই পুলিশের দ্বারস্থ হয় পরিবার।
advertisement
আরও পড়ুন: নাগরিকত্ব মামলায় বাংলার পঞ্চায়েত প্রধানকে তলব অসমের আদালতে!
খবর পেয়ে পুলিশ এসেও নদীর ধারে অনুশীলা তালুকদারের জুতোজোড়া দেখতে পায়। মঙ্গলবার সকালে প্রশাসনের সিদ্ধান্তে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ডিমা নদীতে তল্লাশি অভিযান শুরু করে। পাশাপাশি আনা হয় স্নিফার ডগ। কিন্তু সমস্ত রকম চেষ্টা সত্ত্বেও সন্ধান পাওয়া যায়নি ওই যুবতীর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পরিস্থিতিতে নদীর পাড়ে মেয়ের জুতোজোড়া আগলে অপেক্ষা করছেন অনুশীলার বাবা। তল্লাশি অভিযানের সুবিধার জন্য নদীর পাড়ের বেশ কিছুটা জঙ্গল পর্যন্ত কেটে ফেলা হয়। এত কিছু করেও ওই যুবতীর কোনরকম সন্ধান না মেলায় দুশ্চিন্তা বাড়ছে।
আরও পড়ুন: আইসি’র হাতে ঘাস কাটার মেশিন! কারণ জানলে সব গুলিয়ে যাবে
এলাকার বাসিন্দারা এদিন সকাল থেকেই নাওয়া খাওয়া ভুলে নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন। সকলেই চিন্তিত। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, ওই যুবতীকে পুজো দিয়ে ফিরে যেতেও কেউ দেখেনি। তাই তার কোনও বিপদ হল কি না বুঝে উঠতে পারছেন না কেউ।