TRENDING:

Missing Girl: ‘দাদুর বাড়ি যাব’, ৬ দিন পার, কোথায় যুবতী? দানা বাঁধছে রহস‍্য

Last Updated:

ঘটনাটি ঘটেছে শীতলকুচির ব্লকের বিডিও অফিস পাড়া এলাকার। ঘটনায় গোটা পরিবার দুশ্চিন্তায় ভেঙে পড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতলকুচি: দাদুর বাড়ি যাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল শীতলকুচির এক যুবতী। তারপর থেকে দীর্ঘ প্রায় ছয় দিন অতিক্রম হতে চললেও কোনও খবর নেই তাঁর। ঘটনাটি ঘটেছে শীতলকুচির ব্লকের বিডিও অফিস পাড়া এলাকার।

‘দাদুর বাড়ি যাব’, ৬ দিন পার, কোথায় যুবতী? দানা বাঁধছে রহস‍্য
‘দাদুর বাড়ি যাব’, ৬ দিন পার, কোথায় যুবতী? দানা বাঁধছে রহস‍্য
advertisement

ঘটনায় গোটা পরিবার দুশ্চিন্তায় ভেঙে পড়েছে। ১৮ উর্দ্ধ ওই যুবতীর নাম অনি বর্মন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবুও অনির পরিবারের সদস্যরা কোথাও খুঁজে পায়নি তাঁকে। তাই একপ্রকার বাধ্য হয়েই তাঁরা সকলে শীতলকুচি থানার দ্বারস্ত হয়েছেন।

আরও পড়ুন: ভরা সংসার নিয়ে সুখেই কাটছিল জীবন, হঠাত্‍ কী হল? তারাপীঠের ভিক্ষুক এই বৃদ্ধার উপার্জনের টাকা দিয়ে যা করেন…

advertisement

অনির পরিবার সূত্রে জানা যায়, প্রায় সাড়ে চার মাস আগে অনির বাবা ভজন বর্মন ইট ভাটায় গিয়েছেন কাজের সূত্রে। বাড়িতে তাঁর বৃদ্ধা মা এবং মেয়ে থাকতেন। গত ১৩ই ফেব্রুয়ারি সিতাইয়ে দাদুর বাড়ি যাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায় অনি।

View More

কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলেও অনি দাদুর বাড়িতে পৌঁছায়নি। পরে অনির বাবাকে খবর পাঠানো হয়। খবর পেয়ে তাঁর বাবা ইটভাটা থেকে ছুটি আসেন। এরপর তাঁকে খোঁজাখুঁজি শুরু করা হয়। তবে দীর্ঘ সময় পর্যন্ত তাঁকে খুঁজে না পাওয়ার ফলে থানায় শেষ পর্যন্ত নিখোঁজ ডায়েরি করা হয়।

advertisement

তবে অনির নিখোঁজ হওয়ার পর ৬ দিন কেটে গেলেও সন্ধান না মেলায় মাথায় হাত পড়েছে গোটা পরিবারের। এই বিষয়ে শীতলখুচি থানার ওসি এন্থনি হোরো জানান, “একটি মেয়ের নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত করছে শীতলকুচি থানার পুলিশ।” তবে মেয়েটির আচমকাই এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে রীতিমত রহস্য দানাবাঁধতে শুরু করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Missing Girl: ‘দাদুর বাড়ি যাব’, ৬ দিন পার, কোথায় যুবতী? দানা বাঁধছে রহস‍্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল