TRENDING:

Railways: যেই ট্র্যাকের উপর চলছে ট্রেন, সেখানেই দাঁড়িয়ে সাক্ষাৎ যমরাজ! কেন?

Last Updated:

উত্তর-পূর্ব রেলের পক্ষ থেকে জীবন রক্ষা নামের একটি সচেতনতা অভিযান চালানো হচ্ছে। যার অঙ্গ হিসেবে যমরাজ সাজিয়ে আনা হয়েছে। যিনি সপ্তাহ জুড়ে কখনো হাসিমারা,কখনো কালচিনি, আবার কখনো হ্যামিল্টনগঞ্জ স্টেশনে থাকছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: রেলওয়ে ট্র্যাকে দাঁড়িয়ে রয়েছে যমরাজ। কিন্তু কেন? প্রশ্ন জাগছে কালচিনি ও হাসিমারা এলাকার বাসিন্দাদের মনে। এদিকে যমরাজকে হাসতে দেখে শিশুরা যেতে চাইছে না রাস্তা দিয়ে। যদিও তিনি সত্যি যমরাজ নন। উত্তর-পূর্ব রেলের পক্ষ থেকে একটি সচেতনতামূলক অভিযানের অঙ্গ তিনি।
advertisement

উত্তর-পূর্ব রেলের পক্ষ থেকে জীবন রক্ষা নামের একটি সচেতনতা অভিযান চালানো হচ্ছে। যার অঙ্গ হিসেবে যমরাজ সাজিয়ে আনা হয়েছে। যিনি সপ্তাহ জুড়ে কখনও হাসিমারা,কখনও কালচিনি, আবার কখনও হ্যামিল্টনগঞ্জ স্টেশনে থাকছেন।রেল গেট বন্ধ হলে শুরু হচ্ছে নাটক। রেল ট্র্যাকের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটতে দেখা যাচ্ছে যমরাজকে। এই যমরাজরুপী ব্যক্তির অট্টহাসি দেখে ভয় পেয়ে যাচ্ছেন অনেকে। বিশেষ করে শিশুরা চোখ বন্ধ করে নিচ্ছে।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

হাসিমারা আরপিএফ আধিকারিক রুনু মণ্ডল জানান, “রেল গেট বন্ধ হওয়ার পর ট্র্যাকের ওপর দিয়ে যাতায়াত নিষেধ। কিন্তু ছোট থেকে বড় কেউ এই নিয়ম মানে না। ট্রেন আসেনি, আসছেনা বলে অনায়াসে হাঁটাচলা করে ট্র্যাক দিয়ে। এভাবে অনেকেই প্রাণ হারান। যমরাজ সাজিয়ে এনে নাটকের মাধ্যমে তাঁদের বোঝানোর চেষ্টা চলছে।”

advertisement

আরও পড়ুনIndian Idol Winner Manasi Ghosh: ইন্ডিয়ান আইডল জিতে বাড়িতে ফিরলেন মানসী, নিমতার বাড়িতে ফিরতেই উৎসবের মেজাজ, দেখুন ছবি

যমরাজরুপী ব্যক্তির উপস্থিতিতে রেল ট্র্যাক কেউ পাড় হলে তাকে হাত ধরে টেনে নিয়ে আরপিএফ-এর কাছে নিয়ে যাচ্ছেন তিনি। রেল ট্র্যাকে ঘুরে বেরচ্ছে যমরাজ, এই দৃশ্য অনেকেই তাঁদের মুঠোফোনে বন্দী করে রাখছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Railways: যেই ট্র্যাকের উপর চলছে ট্রেন, সেখানেই দাঁড়িয়ে সাক্ষাৎ যমরাজ! কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল