আরও পড়ুন: মুক্তি পেয়ে কালোনুনিয়া চালের ভাত খান কোচ রাজা, তার সুগন্ধি আপনিও পেতে পারেন
অন্য গাছ নষ্টের অপরাধে রীতিমত শেকল পরিয়ে গ্রেফতার করা হয়েছে এই জংলী গাছকে। এমনই অবাক করা কাণ্ড ঘটেছে জলপাইগুড়ির নাগরাকাটায়। নাগরাকাটায় একটি বেসরকারি পার্ক আছে। সেখানে বাগান তৈরি করেছিলেন শেখ জিয়াউর রহমান নামে এক ব্যক্তি। সেই বাগানেই বেড়ে ওঠে এই জংলী গাছ। দিনে দিনে সে বেড়েই চলে। সেই গাছের বেড়ে ওঠায় নষ্ট হয় আশপাশের অন্য গাছগুলি। তারপরই শাস্তি হিসেবে ওই গাছকে ১০০ বছরের ‘কারাদণ্ড’ দেওয়া হয়। শিকল দিয়ে তাকে বেঁধে দেন শেখ জিয়াউর।
advertisement
কেন এমন করলেন? উত্তরে জিয়াউরের পাল্টা প্রশ্ন, মানুষ খুন করলে যদি শাস্তি পেতে পারে তবে গাছ নয় কেন? সেই শাস্তি দিতেই এই কাজ করেছেন। রীতিমতো আনুষ্ঠানিকভাবে গাছটিকে গ্রেফতার করা হয়। শেখ জিয়াউর রহমান জানান, একটি গাছকে গ্রেফতার করার মাধ্যমে আমরা আগামী ১০০ বছরের জন্য সেই গাছটির দায়িত্ব নিলাম। পরের প্রজন্ম এই গাছটি রক্ষণাবেক্ষণ করবে। মূলত পরিবেশ রক্ষার বার্তা দিতেই এই উদ্যোগ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যদিও পরিবেশপ্রেমীদের মধ্যে এই নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তাঁদের মতে, এইভাবে গাছকে শেকল কিংবা বেড়ি পরিয়ে আটকে রাখা যায় না। শোনা যায়, পরাধীন ভারতে এক ব্রিটিশ সাহেব একবার একটি বটগাছকে ঠিক একইভাবে গ্রেফতার করেছিলেন। বটগাছটি নাকি ক্রমশ তাঁর বাড়ির দিকে এগিয়ে আসছিল। তবে এদিন সামনে থেকে এইভাবে গাছকে গ্রেফতার হতে দেখে হতবাক এলাকার সকলে।
সুরজিৎ দে




