TRENDING:

Women for Trees: হাতে আসবে নগদ নারায়ণ, সবুজে ভরে যাবে এলাকা, মহিলাদের জন্য চালু হল নতুন প্রকল্প!

Last Updated:

এবার শহরের বুকে নতুন করে সবুজ গড়তে মাঠে নামবেন প্রমিলা বাহিনী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: শহরের আনাচে-কানাচে চোখ ফেরালে এখন বহুতল আবাসন নজরে পড়ে। বহুতল আবাসন তথা নগরায়নের জেরে গাছ কাটা পড়ছে বিভিন্ন জায়গায়। স্বাভাবিকভাবেই সবুজ কমেছে শহরে। তাই এবার শহরের বুকে নতুন করে সবুজ গড়তে মাঠে নামবেন প্রমিলা বাহিনী।
advertisement

মহিলাদের হাত ধরেই গাছের স্নিগ্ধ ছায়া পেতে চলেছে বালুরঘাট শহর। যেখানে ইতিমধ্যে ১৩৫ জন মহিলাকে বিশেষ কাজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ওমেন ফর ট্রি’। নাম শুনেই বোঝা যাচ্ছে গাছেদের জন্য এগিয়ে আসবেন শুধুই মহিলারা। পুরসভা কর্তৃপক্ষের তরফে এমনই অভিনব উদ্যোগ নেওয়া হল। মূলত স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সির নির্দেশে সবুজ গড়তে পদক্ষেপ গ্রহণ করছে পুর প্রশাসন। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে শহরকে সবুজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ওমেন ফর ট্রি’ এই প্রকল্পের মাধ্যমে মহিলারা শহরের বিভিন্ন জলাশয়ের পার্শ্ববর্তী এলাকা, উদ্যান ও সরকারি জায়গায় গাছ রোপন করবেন।

advertisement

আরও পড়ুন: জল থৈ থৈ আত্রেয়ী, খুলতে হয়েছে বাঁধের জোড়া গেট! আতঙ্কের প্রহর স্থানীয়দের

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, “মেয়েরা সৃষ্টির কারিগর। শহরকে সবুজ করে তুলতে তাই মহিলাদেরই অগ্রাধিকার। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বিশেষ শিবির চলেছে। মূলত ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন প্রকল্পে শহরকে সবুজ করতে কাজ শুরু হচ্ছে। সুডা থেকে এই নির্দেশ এসেছে। আমাদের লক্ষ্য ‘গ্রীন সিটি, ক্লিন সিটি’ তৈরিতে এই প্রকল্প মাইলস্টোন হয়ে থাকবে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

পুরসভা সূত্রে জানা গিয়েছে, মহিলাদের কাজে নিশ্চয়ই যত্ন থাকে। গাছগুলোর সঠিক পরিচর্যা ও যত্নের দায়িত্ব তাদেরই। এর জন্য যদিও তাঁরা নির্দিষ্ট পারিশ্রমিক পাবেন। ইতিমধ্যে বালুরঘাট পুরসভা সংলগ্ন সুবর্ণতট সভাকক্ষে এই মহিলাদের নিয়ে অরিয়েন্টেশন ক্যাম্প করা হয়েছে। পুরসভার তরফে বর্তমানে উপযুক্ত জায়গা চিহ্নিতকরণের কাজ চলছে। এমনকি কোন ধরনের গাছ লাগানো হবে সে নিয়েও পর্যালোচনা শুরু হয়েছে। একমাত্র বৃক্ষরোপণের মাধ্যমেই তাপমাত্রা বৃদ্ধি রোধ করা সম্ভব। তাই খুব শীঘ্রই কাজ হোক বাস্তবের মাটিতে চাইছেন শহরবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মীপুজোয় লক্ষীলাভ করতে গিয়ে মধ্যবিত্তের পকেট গড়ের মাঠ! বাজারে হচ্ছে টা কী?
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Women for Trees: হাতে আসবে নগদ নারায়ণ, সবুজে ভরে যাবে এলাকা, মহিলাদের জন্য চালু হল নতুন প্রকল্প!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল