South Dinajpur News: জল থৈ থৈ আত্রেয়ী, খুলতে হয়েছে বাঁধের জোড়া গেট! আতঙ্কের প্রহর স্থানীয়দের

Last Updated:

টানা বৃষ্টিপাতে জলবৃদ্ধি হয়েছে আত্রেয়ী খাড়িতে। জলস্তর নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে জোড়া ব্রিজের স্লুইস গেট।

+
টানা

টানা বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি

দক্ষিণ দিনাজপুর: টানা বৃষ্টিপাতে জল বৃদ্ধি হয়েছে আত্রেয়ীর খাড়িতে। জলস্তর নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে জোড়া ব্রিজের স্লুইস গেট। এর ফলে ভাঙন দেখা দিয়েছে বালুরঘাট শহরের ১৭ নম্বর ওয়ার্ডের আত্রেয়ী কলোনিতে। খাড়ির পাড় অনেকটাই ধসে পড়েছে। আর একটু ভাঙলেই বিপদে পড়বে আশেপাশের বসতবাড়ি। ফলে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মূলত,একদিকে আত্রেয়ী নদী, আবার অন্যদিকে ডাঙ্গা খাড়ির সংযোগস্থলে বালুরঘাটে আত্রেয়ী কলোনি গড়ে উঠেছে। এখানে প্রায় ১০০টা পরিবার বসবাস করে। প্রতি বছরই জল বাড়লে জোড়া ব্রিজের স্লুইস গেট খুলে দেওয়ায় খাড়ির জল জমে প্লাবিত করে এই কলোনি এলাকা। আগামী দুদিন যদি বৃষ্টি না হয় তাহলে জলস্তর নেমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে। কিন্তু বৃষ্টি যদি চলতে থাকে সেক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা।
advertisement
advertisement
এবিষয়ে কলোনির বাসিন্দা মীরা বাসফোর জানান,”টিনের ঘরের পিছন দিয়েই জল বয়ে যাচ্ছে। তিনদিন ধরে চার পাঁচ হাত মাটি ধসে পড়েছে। আর দু-তিন হাত ধসে গেলেই বাড়ি ভেঙে পড়বে। রাত হলেই ছেলেমেয়েদের নিয়ে আতঙ্কে থাকছেন তাঁরা। প্রতিবছর নদীতে জল বাড়লেই বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়।”বহু পরিবার রাত জেগে কাটাচ্ছেন আশঙ্কায়।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
South Dinajpur News: জল থৈ থৈ আত্রেয়ী, খুলতে হয়েছে বাঁধের জোড়া গেট! আতঙ্কের প্রহর স্থানীয়দের
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement