মৃত ওই যুবতীর নাম রনজুনা খাতুন (১৮)। বাড়ি চোপড়া থানার মদনভিটা গ্রামে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে, একেই গ্রামের আফরোজ আলম নামে এক যুবকের সাথে রনজুনা খাতুনের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এবং বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস করেন ওই যুবক বলে অভিযোগ।
আরও পড়ুন: চমকে দেবে রাম মন্দিরের ‘এই’ একটি জিনিস! রাজস্থান থেকে বহু পথ পেরিয়ে আসছে অযোধ্যায়
advertisement
এরপর ওই যুবতী গর্ভবতী হয়ে পড়েন। একাধিক বার এ বিষয়ে আফরোজ আলম নামে ওই যুবককে বিষয়টি জানালে কোনও সাড়া না পাওয়ায় মঙ্গলবার আফরোজের বাড়িতে চলে যান ওই যুবতী বলে দাবি মৃতের পরিবারের। তারপর আফরোজ আলমের পরিবারের লোকজন ওই যুবতীকে মারধর করে তারাই দেয় বলে অভিযোগ।
আরও পড়ুন: বিধায়ক বায়রনের সম্পত্তি ও টাকার হিসাব জানেন? শুনলে চোখ কপালে উঠবে
বুধবার সকালে লজ্জায় ওই যুবতী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনেরা চোপড়া থানায় অভিযোগ জানিয়েছে। এবং এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মৃত রনজুনা খাতুনের পরিবার।