ছোটবেলা থেকে এই গাড়ির মেশিন খুলে খুঁটিনাটি দেখার অভ্যাস ছিল দেবাশিসের। তারপর থেকেই মেশিনের প্রতি ভালবাসা তৈরি হয়। একে একে নানা মেশিন নিজে থেকেই তৈরি করতে শুরু করে দেবাশিস। তবে এবার নারীদের সুরক্ষার কথা মাথায় রেখে তিনি এই যন্ত্রটি তৈরি করেছেন। দেবাশীষের কথায় তার এই যন্ত্র গুলি তিনি সবসময় বাড়ির পড়ে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পছন্দ করেন। তাই এই ‘ওমেন সেফটি ডিভাইস’টিও তিনি জলের পাইপ দিয়ে তৈরি করেছেন। সামান্য কিছু জিনিস তিনি বাইরে থেকে কিনেছেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ একসময় রাজ্যের এই চা বাগান গম গম করত শ্রমিকদের কাজে-উন্মাদনায়, এখন কেমন পরিস্থিতি মহুয়ার? জানুন
দেবাশিস বলেন, ‘আজকের সমাজে যেভাবে নারীরা নির্যাতিত সেটা টিভি কিংবা সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যায়। মূলত নারীদের সুরক্ষার কথা চিন্তা করেই আমি এই জিনিসটি তৈরি করেছি। যার নাম রেখেছি ‘ওমেন সেফটি ডিভাইস।’ এই যন্ত্রাংশটি তৈরি করতে আমার মাত্র দু-তিন ঘন্টা সময় লেগেছে।’ তিনি আরও বলেন, এই যন্ত্রটি ৪ লক্ষ ভোল্ট এম্পিয়ার কারেন্ট উৎপাদিত করে। যেটা একজন মানুষকে ভয় দেখানোর জন্য যথেষ্ট। এই যন্ত্রটি চার্জেবল যে কোন ইউএসবি কেবল দিয়েই এটা চার্জ হয়ে যাবে। তার দাম তিনি রেখেছেন মাত্র ৬০০ টাকা।
অনির্বাণ রায়