North Bengal: একসময় রাজ‍্যের এই চা বাগান গম গম করত শ্রমিকদের কাজে-উন্মাদনায়, এখন কেমন পরিস্থিতি মহুয়ার? জানুন

Last Updated:

North Bengal Tea Garden: একসময়ের জেলার সরকারি চা বাগান। বর্তমানে এই বাগানটি আর রাজ্য সরকারের নেই। বেসরকারি কোম্পানি কিনেছিল বাগানটিকে। বর্তমানে বাগানটির অবস্থা নিয়ে শ্রমিকরা জানালেন নানা অভিযোগ।

+
মহুয়া

মহুয়া বাগান

আলিপুরদুয়ার: একসময়ের জেলার সরকারি চা বাগান। বর্তমানে এই বাগানটি আর রাজ্য সরকারের নেই। বেসরকারি কোম্পানি কিনেছিল বাগানটিকে। বর্তমানে বাগানটির অবস্থা নিয়ে শ্রমিকরা জানালেন নানান অভিযোগ। সমস্যায় বন্ধ তোর্ষা চা বাগানের একটি অংশ মহুয়া চা বাগানের শ্রমিকরা। একসময় দুধে ভাতে থাকা ডুয়ার্সের মহুয়া চা বাগানের শ্রমিকরা বর্তমান চরম দারিদ্রতার মধ্যে দিন যাপন করছে।
আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত দলসিংপাড়া এলাকায় স্থিত মহুয়া চা বাগান।অপরূপ সুন্দর তোর্ষা নদীর ধারে স্থিত ছোটো চা বাগান মহুয়া চা বাগান। এই বাগানের মোট শ্রমিক সংখ্যা মাত্র ১৫১ জন। এর মধ্যে স্থায়ী শ্রমিক মাত্র ৭৮ জন। বাকি সব অস্থায়ী বিঘা শ্রমিক।বর্তমানে বন্ধ তোর্ষা চা বাগানের একটি অংশ এই মহুয়া চা বাগান।
advertisement
আরও পড়ুনঃ আরজি কর-কাণ্ডে চলছে প্রতিবাদ-লড়াই, লালবাজার অভিযানে সিপিআইএমের ছাত্র-যুব-মহিলা সংগঠন
পূর্বে রাজ্য সরকারের অধীনস্ত চা বাগান ছিল এটি।রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে পাঁচটি সরকারি চা বাগান ছিল। তার মধ্যে পাহাড়ের রঙ্গারুন, পেণ্ডাম, রঙমুখ সিডার্স ও ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার হিলা ও আলিপুরদুয়ার জেলার মহুয়া চা বাগান। কিন্তু ২০১৪ সালে এই পাঁচটি চা বাগান বেসরকারি হয়ে যায়। ওই সময় এই বেসরকারি করণের বিরোধিতা করেছিল মহুয়া চা বাগানের শ্রমিকরা।
advertisement
advertisement
মহুয়া চা বাগানটি তোর্ষা চা বাগান কোম্পানির হাতে চলে যায় এবং তার পড়েই মহুয়া চা বাগান হয়ে যায় তোর্ষা চা বাগানের একটি অংশ। তোর্ষা চা বাগানের মে মাস থেকে অচলাবস্থা শুরু হয় তখন থেকে মহুয়া চা বাগানের ও অচলাবস্থা শুরু হয়। মহুয়া চা বাগানের শ্রমিকদের ও চারটি ফোর্টনাইট পেমেণ্ট দুমাসের বেতন বকেয়া রয়েছে। মহুয়া চা বাগানের শ্রমিক অগষ্টলাল মারাণ্ডি,সেলাই মুণ্ডারা জানান, “২০১৪ সালে মহুয়া চা বাগান বেসরকারি হয় এবং তখন থেকেই বাগানের অবস্থা শোচনীয় তখন থেকেই বাগানের শ্রমিকরা নিজেদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শ্রমিকদের আবাসন এমনকি বাগানের অফিস মেরামত হয় না।”
advertisement
শ্রমিকদের আরও অভিযোগ বাগানের বহু শেড ট্রি কেটে নিয়ে যাওয়া হয়েছে।কমপক্ষে তিনশোর উপরে গাছ চলে গিয়েছে। শ্রমিকদের প্রোফিডেণ্ট ফাণ্ডে টাকা জমা হয়না। শ্রমিকরা জানান পূর্বে যখন রাজ্য সরকারের অধীনস্ত ছিল চা বাগানটি তখন শ্রমিকরা সুখে সাচ্ছন্দে ছিল।
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal: একসময় রাজ‍্যের এই চা বাগান গম গম করত শ্রমিকদের কাজে-উন্মাদনায়, এখন কেমন পরিস্থিতি মহুয়ার? জানুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement