ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়ায়৷ জানা গিয়েছে, রতুয়ার দেবীপুর এলাকায় দিন দশেক আগে এলাকার ধানক্ষেতে ওই পুত্র সন্তানটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এর পর এলাকার এক নিঃসন্তান মহিলা ওই শিশুটিকে নিয়ে গিয়ে লালন পালন করছিলেন। গ্রামবাসীরাও সেই সময় শিশুটিকে উদ্ধারের বিষয়ে পুলিশ বা প্রশাসন কাউকে কিছু জানাননি।
আরও পড়ুন: সিভিক ভলেন্টিয়ার সহ দু' জনকে খুন, জনরোষে পর পর গাড়িতে আগুন! মগরাহাটে তুলকালাম
advertisement
গতকাল ওই মহিলা পোলিও টিকা কেন্দ্রে শিশুটিকে নিয়ে গেলে ঘটনা প্রকাশ্যে আসে। শিশুটির কোনও জন্ম শংসাপত্র না থাকায় সন্দেহ হয় আশা কর্মীদের। ওই মহিলাকে পুত্রের শংসাপত্র আনতে বলা হয়। এরপরে নিঃসন্তান ওই মহিলা সমস্ত বিষয় জানায় কর্তৃপক্ষকে। ওই শিশুটিকে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: প্রেম ফিরে পেতে পোস্টার হাতে প্রেয়সীর বাড়ির সামনে ধর্নায় মরিয়া প্রেমিক
এ দিকে স্থানীয়রা জানিয়েছেন, মাস দুয়েক আগে রতুয়ার দেবীপুরের পুলবান্ধা এলাকায় একই গ্রামে আরও এক সদ্যোজাত কন্যাসন্তান উদ্ধার হয়। ইতিমধ্যে ওই কন্যাসন্তানটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে। দু' মাসের মধ্যে একই এলাকায় ফের সদ্যোজাত উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
এ দিকে গত ১০ দিন ধরে ওই শিশুটিকে লালন-পালন করা নিঃসন্তান মহিলা ওই শিশুটির দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। যদিও পুলিশ জানিয়েছে, এ বিষয়ে সরকারি নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।