ঠিক কী হয়েছিল? স্থানীয় সূত্রে খবর, দুজনেরই বাড়ি ফালাকাটা ব্লকের ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতের লছমন্ডাবরি এলাকায় l লছমনডাবরি গ্রাম পঞ্চায়েত সদস্য গোপাল বর্মণ জানান, বাড়ির পাশেই জলদাপাড়া জঙ্গলে এদিন জ্বালানি কাঠ কুড়োতে গিয়েছিল বেশ কয়েকজন গ্রামের মহিলা। সেই সময় চারটি গন্ডার নিজেদের মধ্যে খেলা করছিল জঙ্গলে, হঠাৎই অসতর্কভাবে তাদের সামনে ফুলবালা বর্মণ ও বিনোবালা বর্মণ চলে আসে। তারপরেই ঘটে যায় সাংঘাতিক বিপদ। চিৎকার শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ফুলবালা বর্মণকে মৃত বলে ঘোষণা করে।
advertisement
বিনোবালা বর্মণকে গুরুতর আহত অবস্থায় কোচবিহার মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে রেফার করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 28, 2025 2:50 PM IST