গ্রামবাসীদের দাবি, অজ্ঞাত পরিচয় ওই মহিলা গ্রামের বাসিন্দা নন। পুরাতন মালদহের মুচিয়ার ডুমুরতলা প্রাথমিক বিদ্যালয়ে সকালে স্কুল খুলতেই অসহায় ওই মহিলাকে পড়ে থাকতে দেখেন স্কুলের শিক্ষকেরা।
আরও পড়ুনঃ ঐতিহ্যের ঝুলনের চেনা ছবি, ‘এখানে’ গেলে চাঙ্গা হয়ে যাবে ছোটবেলার সব স্মৃতি!
ষাটোর্ধ্ব ওই মহিলা নিজের নাম-পরিচয় বলতে পারেননি। স্থানীয়দের অনুমান, পরিবারের কেউ বা কারা হয়ত রাতের অন্ধকারে তাঁকে এখানে ফেলে গিয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যাচ্ছে, ওই মহিলার শরীরে চোট ও ঘায়ের চিহ্ন রয়েছে। স্কুলের বারান্দায় তাঁকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন শিক্ষকরা। এরপর পুলিশের পিঙ্ক বাহিনী এসে ওই মহিলাকে উদ্ধার করে। তাঁকে ভর্তি করা হয় পুরাতন মালদহের মৌলপুর গ্রামীণ হাসপাতালে। কে বা কারা কী উদ্দেশে ওই মহিলাকে সেখানে ফেলে গিয়েছেন সেটা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।