গোপন সূত্রে খবর পেয়ে মালদহর গাজোল থানার পুলিশ মঙ্গলবার বেলা ১১টা নাগাদ হানা দেয় ১২ নম্বর জাতীয় সড়কের টোলপ্লাজা সংলগ্ন এলাকায়। সেখানে একাধিক গাড়িতে তল্লাশি অভিযান শুরু করে। একটি চারচাকা গাড়ি আটক করে পুলিশ। উদ্ধার হয় প্রচুর গাঁজার প্যাকেট। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মহিলার নাম রত্না সরকার এবং গাড়ি চালকের নাম মহম্মদ সালাম। তাদের বাড়ি কোচবিহারের মাথাভাঙ্গা থানার মেখলিগঞ্জ এলাকায়। সেখান থেকেই চার চাকার একটি গাড়ি নিয়ে বেআইনি গাজাগুলি নদিয়ার রানাঘাটে পাচার করার পরিকল্পনা নিয়েছিল ধৃতেরা। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭২ কেজি ৬৪৭ গ্রাম গাঁজা। চোরা বাজারে যেগুলির আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।পুলিশের জেরায় গাঁজা পাচারের কথা স্বীকার করেছেন অভিযুক্ত মহিলা।
advertisement
জেরায় ধৃত মহিলা জানিয়েছে, এর আগে তার স্বামী গাঁজা পাচারের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে কোচবিহারে কারাগারে রয়েছে। তারপরেই স্বামীর কাজে সে যুক্ত হয়ে পড়ে। এদিন পাঁচ হাজার টাকার বিনিময়ে এই বিপুল পরিমাণ গাজাগুলি নদিয়ার রানাঘাটে পাচার করার পরিকল্পনা নিয়েছিল। সেই মতো সে গাড়ি চালককে নিয়ে কোচবিহার থেকে রানাঘাট যাচ্ছিল । এরপরই পুলিশের হাতে ধরা পড়ে যায়।গাজোল থানার পুলিশ জানিয়েছে, পাঁচটি বড় পেটিতে গাড়ির পিছনের দিকে সিটের নিচে বেআইনি গাঁজাগুলি লুকানো ছিল। সিট কেটে সেই গাঁজার প্যাকেটগুলি বার করা হয়েছে। অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করে ঘটনার তদন্ত নেমেছে গাজোল থানার পুলিশ।
Harashit Singha





