TRENDING:

গাঁজাপাচারের অভিযোগে স্বামী জেলে, এবার গাঁজা পাচার করতে গিয়ে গ্রেফতার স্ত্রী

Last Updated:

গোপন সূত্রে খবর পেয়ে মালদহর গাজোল থানার পুলিশ মঙ্গলবার বেলা ১১টা নাগাদ হানা দেয় ১২ নম্বর জাতীয় সড়কের টোলপ্লাজা সংলগ্ন এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: গাঁজা পাচারের অভিযোগে স্বামী কারাগারে। স্বামীর অবর্তমানে সেই বেআইনি কাজের দায়িত্ব কাঁধে নিয়েছিল স্ত্রী। তবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে গাঁজা পাচারের সময় মালদহের গাজোল থানার পুলিশের হাতে ধরা পড়ল মহিলা পাচারকারী। মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ গাজোল টোলপ্লাজা সংলগ্ন এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর নাকা চেকিং চালিয়ে একটি চারচাকা গাড়ি আটক করে পুলিশ। দক্ষিণবঙ্গগামী গাড়িটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দশ প্যাকেট গাঁজা। ঘটনায় গাড়ির চালক-সহ অভিযুক্ত মহিলাকে আটক করে গাজোল থানার পুলিশ।
advertisement

গোপন সূত্রে খবর পেয়ে মালদহর গাজোল থানার পুলিশ মঙ্গলবার বেলা ১১টা নাগাদ হানা দেয় ১২ নম্বর জাতীয় সড়কের টোলপ্লাজা সংলগ্ন এলাকায়। সেখানে একাধিক গাড়িতে তল্লাশি অভিযান শুরু করে। একটি চারচাকা গাড়ি আটক করে পুলিশ। উদ্ধার হয় প্রচুর গাঁজার প্যাকেট। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত মহিলার নাম রত্না সরকার এবং গাড়ি চালকের নাম মহম্মদ সালাম। তাদের বাড়ি কোচবিহারের মাথাভাঙ্গা থানার মেখলিগঞ্জ এলাকায়। সেখান থেকেই চার চাকার একটি গাড়ি নিয়ে বেআইনি গাজাগুলি নদিয়ার রানাঘাটে পাচার করার পরিকল্পনা নিয়েছিল ধৃতেরা। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭২ কেজি ৬৪৭ গ্রাম গাঁজা। চোরা বাজারে যেগুলির আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা।পুলিশের জেরায় গাঁজা পাচারের কথা স্বীকার করেছেন অভিযুক্ত মহিলা।

advertisement

জেরায় ধৃত মহিলা জানিয়েছে, এর আগে তার স্বামী গাঁজা পাচারের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে কোচবিহারে কারাগারে রয়েছে। তারপরেই স্বামীর কাজে সে যুক্ত হয়ে পড়ে। এদিন পাঁচ হাজার টাকার বিনিময়ে এই বিপুল পরিমাণ গাজাগুলি নদিয়ার রানাঘাটে পাচার করার পরিকল্পনা নিয়েছিল। সেই মতো সে গাড়ি চালককে নিয়ে কোচবিহার থেকে রানাঘাট যাচ্ছিল । এরপরই পুলিশের হাতে ধরা পড়ে যায়।গাজোল থানার পুলিশ জানিয়েছে, পাঁচটি বড় পেটিতে গাড়ির পিছনের দিকে সিটের নিচে বেআইনি গাঁজাগুলি লুকানো ছিল। সিট কেটে সেই গাঁজার প্যাকেটগুলি বার করা হয়েছে। অভিযুক্ত দু'জনকে গ্রেফতার করে ঘটনার তদন্ত নেমেছে গাজোল থানার পুলিশ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
গাঁজাপাচারের অভিযোগে স্বামী জেলে, এবার গাঁজা পাচার করতে গিয়ে গ্রেফতার স্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল