আরও পড়ুন: তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও প্রবল কুয়াশার দাপট, তীব্র শীত গৌড়বঙ্গের জেলায়
এমনি দৃশ্য গভীর রাত হলে দেখা যাচ্ছে হ্যামিল্টনগঞ্জ এলাকায়।সামনে রেঞ্জ অফিস রয়েছে তাতে কী? কোনও তোয়াক্কা করছে না হাতির দল। রোজ রাতে কখনও একটি হাতি আবার কখনও দল বেঁধে বুনো হাতির দল চলে আসছে এলাকায়। নুডলসের জন্য এই অমোঘ টান বলে দাবি ব্যবসায়ীদের।
advertisement
আরও পড়ুন: তাজমহল দেখা হয়নি, এবার ডুয়ার্সেই দেখা যাচ্ছে, তাও আবার উল্টো, দেখুন কী রকম
কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ বাসরা নদী পেরিয়ে আসছে বুনো হাতির দল।এলাকার এক দোকানের সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে বুনো হাতির নুডলস নিয়ে যাওয়ার ছবি। এলাকার এক ব্যবসায়ী সঞ্জয় সাহা জানান, “বুনো হাতি হামলা করে দোকানের সাটার ভেঙে ভেতরে থাকা কয়েক বস্তা চাল ও কয়েক প্যাকেট নুডলস সাবার করেছে।প্রতিদিন এরকম ঘটনা তো আর মানা যায় না।”
বন দফতরের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বন কর্মীরা বিরক্ত হয়ে গিয়েছেন। রোজ এই ঘটনা তাঁদের নাকের ডগায় ঘটছে, তাও তারা কিছু করতে পারছেন না।
Annanya Dey