আগামী ৪৮ ঘণ্টায় বাংলায় বর্ষা ঢুকছে। উত্তরবঙ্গে শুক্রবারের মধ্যে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আরও দু’দিন। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। শনি এবং রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন-রাজ্যে রেলের কাজে জমি সমস্যা, যে যে প্রকল্পের উদাহরণ দিচ্ছেন রেল আধিকারিকরা
advertisement
কলকাতায় আজ, বৃহস্পতিবার ও আগামিকাল, শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ থেকে ৮৫ শতাংশ। বৃষ্টি হয়েছে খুব সামান্য।
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতেও। মালদহ ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-রাজ্যে ফের দুয়ারে সরকার, তৎপর নবান্ন
দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। আগামী দু’দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। মূলত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের ৷
আগামী দু’দিনে বর্ষা উত্তর-পূর্ব ভারতের রাজ্য এবং সিকিমে প্রবেশ করবে। অসম, মেঘালয়-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং সিকিমেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন পূর্ব ভারতের রাজ্যে অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে বৃষ্টির সতর্কতা রয়েছে।
দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী ৪৮ ঘণ্টায় কর্ণাটক এবং তামিলনাডুর আরও কিছু অংশ এবং কোঙ্কন ও গোয়াতে প্রবেশ করবে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হবে কেরল, কর্ণাটক, তামিলনাডু, পন্ডিচেরি, করাইকাল, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্যে। তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। জম্মু- কাশ্মীরের উঁচু অংশে তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। রাজস্থানের পশ্চিমে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দেশের বাকি কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা নেই।