আরও পড়ুনঃ বৃদ্ধা জীবিত, তৃণমূলের নেতার ‘খাতায়’ মৃত! চরম অমানবিক ঘটনা ঝালদায়, শিউরে উঠবেন
হরিশ্চন্দ্রপুরের কুশিদা এলাকার ঘটনা। গাজোল-এর পর এবার হরিশ্চন্দ্রপুরেও প্রার্থী ঘোষণার আগেই বিড়ম্বনা বাড়ছে। সম্ভাব্য প্রার্থী তথা অঞ্চল সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বিক্ষোভে শামিল হলেন দলের কর্মী সমর্থকেরা। এই নিয়ে শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল মালদহের হরিশ্চন্দ্রপুরের কুশিদা।
advertisement
বিক্ষোভকারীদের অভিযোগ, উপ-প্রধান মহম্মদ নুর আজমের নামে কলকাতা হাইকোর্টে দুটি মামলা চলছে। চাকরি দেওয়ার নাম করে তিনি এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা তুলে রেখেছে। তাঁকেই দেওয়া হচ্ছে জেলা পরিষদের টিকিট। প্রতিবাদে কুশিদাগামী রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন কুশিদা ও বরুই-২ গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা।
তাঁরা আরও অভিযোগ করে বলেন, নুর আজমের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। ১০০ দিন প্রকল্পে ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে দুটি মামলা চলছে। আবার দল তাঁকেই টিকিট দিচ্ছে। এতেই পরিস্কার বোঝা যাচ্ছে টাকার বিনিময়ে তাঁকে টিকিট দেওয়া হচ্ছে। প্রার্থী তালিকা ঘোষণার আগে দলের এমন বিক্ষোভ নিয়ে মন্তব্য করতে চাননি তৃণমূল নেতৃত্ব। এদিকে তৃণমূলের বিপক্ষে কটাক্ষ করেছে বিরোধী কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব।