WB Panchayat Election 2023: বৃদ্ধা জীবিত, তৃণমূলের নেতার 'খাতায়' মৃত! চরম অমানবিক ঘটনা ঝালদায়, শিউরে উঠবেন

Last Updated:

WB Panchayat Election 2023: ঝালদা ২ নম্বর ব্লকের বামনিয়া-ব্যালাডি গ্রাম পঞ্চায়েতের বামনিয়া গ্রামের বাসিন্দা জিত্নী কুমার, বয়স তাঁর ৭৬ বছর।

ঝালদা ব্লক ২
ঝালদা ব্লক ২
ঝালদা: জীবিত বৃদ্ধাকে মৃত দেখিয়ে বার্ধক্য ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগ জানাতে জেলাশাসকের দ্বারস্থ ৭৬ বছরের বৃদ্ধা।
ঝালদা ২ নম্বর ব্লকের বামনিয়া-ব্যালাডি গ্রাম পঞ্চায়েতের বামনিয়া গ্রামের বাসিন্দা জিত্নী কুমার, বয়স তাঁর ৭৬ বছর। ২০১৫ সালে স্বামীর মৃত্যু হয়। তাঁর একমাত্র নাতির সংসারে তিনি রয়েছেন। ২০১৩ সাল থেকে বার্ধক্য ভাতা পেয়ে এলেও গত ফেব্রুয়ারি মাস থেকে সেই ভাতা বন্ধ করে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: ‘ভোটের আগে কংগ্রেসের হবু প্রার্থীকে খুন করেছে শাসকদল’, অধীরের বিস্ফোরক দাবি! ঘটনায় গ্রেফতার ৩
এরপর খোজ নিতে বৃদ্ধা ঝালদা ২নম্বর ব্লকের বিডিও অফিসের দারস্থ হলে তিনি জানতে পারেন, গ্রাম পঞ্চায়েত থেকে তাঁকে মৃত হিসেবে রিপোর্ট দেওয়া হয়েছে। এই ব্যাপারে ব্লকের বিডিওর সঙ্গে দেখা করে জানতে গেলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে তিনি লিখিত ভাবে অভিযোগ করেছেন জেলাশাসককে।
advertisement
অভিযোগকারিণী অভিযোগকারিণী
আরও পড়ুন: খেতে ভাল লাগুক বা না লাগুক, কলার মোচা এই ভয়ানক রোগ থেকে রেহাই দেবেই!
তাঁর অভিযোগ, ‘আমি যে জীবিত অবস্থায় আছি, তারই প্রমাণ দিতে আমি জেলাশাসকের কাছে উপস্থিত হয়েছি।’ যদিও জেলাশাসকের সঙ্গে দেখা না হলেও অতিরিক্ত জেলাশাসক (জেনারেল)-এর সঙ্গে দেখা করে বিষয়টি জানান তিনি। তাঁর বার্ধক্য ভাতা পুনরায় চালু করার আবেদনও জানিয়েছেন। জেলাশাসক রজত নন্দা বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023: বৃদ্ধা জীবিত, তৃণমূলের নেতার 'খাতায়' মৃত! চরম অমানবিক ঘটনা ঝালদায়, শিউরে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement