'News 18 বাংলা' সেই খোঁজেই পৌঁছে গিয়েছিল করণদিঘির থানার সাদিপুর গ্রাম, দোমোহনা গ্রাম পঞ্চায়েতের চৌনগর গ্রাম সহ ভেন্ডাবাড়ি গ্রামে। সেখানে গিয়ে দেখা যায় কেউ পড়াশোনা ছেড়েছেন বেশ কিছু বছর আগেই। কেউ বা আবার অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে ভিনরাজ্যে শ্রমিকের কাজে যোগ দিয়েছেন। কিন্তু এখনও তাদের পড়ুয়া দেখিয়ে রাজ্য সরকারের দেওয়া কোটি কোটি টাকা লোপাট হচ্ছে। তাঁদের মুখেই জানা গেল, তাঁরা কেউ কেউ পড়াশোনা করেছেন করণদিঘিরই বিভিন্ন স্কুল-কলেজে। কিন্তু রাজ্য সরকারের ওই পোর্টালে দেখা গেল তাদের দেখানো হয়েছে রায়গঞ্জের একটি বেসরকারি কলেজের পড়ুয়া হিসেবে।
advertisement
আরও পড়ুন: 'মনে কষ্ট নিয়ে ঘরে বসে আছেন', বিস্ফোরক দিলীপ ঘোষ! কোন প্রসঙ্গে বললেন এমন কথা?
এর পরেই 'News 18 বাংলা' পৌঁছে যায় গুরুকুল কলেজ অফ এডুকেশন নামের ওই কলেজে। কিন্তু ওই কলেজের রেজিস্টারে এই সব ছাত্রের কোনও হদিশই নেই। ওই কলেজ কর্তৃপক্ষও চাইছেন দোষীদের শাস্তি। কিন্তু কারা এই চক্রের সঙ্গে যুক্ত, সেই খোঁজেই 'News 18 বাংলা' পৌঁছে যায় এই এবিষয়ে লিখিত অভিযোগকারীর কাছে।
তাঁর কথায়, তিনি বিষয়টি খতিয়ে দেখতে প্রায় বছরখানেক আগেই লিখিত অভিযোগ জানিয়েছিলেন করণদিঘি থানার আইসি ও করণদিঘির বিডিও-কে। বিডিও-র কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে সদুত্তর দিতে পারেননি তিনি। তবে তিনি বিষয়টি নিয়ে তদন্ত করবেন বলে জানিয়েছেন।