TRENDING:

West Bengal News: কী মারাত্মক, পড়ুয়াদের স্কলারশিপের কোটি কোটি টাকা লোপাট! রায়গঞ্জে হচ্ছেটা কী?

Last Updated:

West Bengal News: জেলার বিভিন্ন কলেজের পড়ুয়া দেখিয়ে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে রাজ্য সরকারের দেওয়া কোটি কোটি টাকা লোপাট করছে একটি চক্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়গঞ্জ: রাজ্য সরকারের দেওয়া অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের স্কলারশিপের কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরে। প্রথমে পড়ুয়াদের কাস্ট সার্টিফিকেটের নথি জোগাড় করা। তারপর ওই নথি দিয়ে রাজ্য সরকারের OASIS পোর্টালে নাম নথিভুক্ত করা। জেলার বিভিন্ন কলেজের পড়ুয়া দেখিয়ে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে রাজ্য সরকারের দেওয়া কোটি কোটি টাকা লোপাট করছে একটি চক্র।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

'News 18 বাংলা' সেই খোঁজেই পৌঁছে গিয়েছিল করণদিঘির থানার সাদিপুর গ্রাম, দোমোহনা গ্রাম পঞ্চায়েতের চৌনগর গ্রাম সহ ভেন্ডাবাড়ি গ্রামে। সেখানে গিয়ে দেখা যায় কেউ পড়াশোনা ছেড়েছেন বেশ কিছু বছর আগেই। কেউ বা আবার অর্থের অভাবে পড়াশোনা ছেড়ে ভিনরাজ্যে শ্রমিকের কাজে যোগ দিয়েছেন। কিন্তু এখনও তাদের পড়ুয়া দেখিয়ে রাজ্য সরকারের দেওয়া কোটি কোটি টাকা লোপাট হচ্ছে। তাঁদের মুখেই জানা গেল, তাঁরা কেউ কেউ পড়াশোনা করেছেন করণদিঘিরই বিভিন্ন স্কুল-কলেজে। কিন্তু রাজ্য সরকারের ওই পোর্টালে দেখা গেল তাদের দেখানো হয়েছে রায়গঞ্জের একটি বেসরকারি কলেজের পড়ুয়া হিসেবে।

advertisement

আরও পড়ুন: 'মনে কষ্ট নিয়ে ঘরে বসে আছেন', বিস্ফোরক দিলীপ ঘোষ! কোন প্রসঙ্গে বললেন এমন কথা?

এর পরেই 'News 18 বাংলা' পৌঁছে যায় গুরুকুল কলেজ অফ এডুকেশন নামের ওই কলেজে। কিন্তু ওই কলেজের রেজিস্টারে এই সব ছাত্রের কোনও হদিশই নেই। ওই কলেজ কর্তৃপক্ষও চাইছেন দোষীদের শাস্তি। কিন্তু কারা এই চক্রের সঙ্গে যুক্ত, সেই খোঁজেই 'News 18 বাংলা' পৌঁছে যায় এই এবিষয়ে লিখিত অভিযোগকারীর কাছে।

advertisement

আরও পড়ুন: 'পুনর্জন্ম হল, আমার চরিত্রে কোনও দাগ নেই', আসানসোল জিতে হঠাৎ এমন কেন বললেন শত্রুঘ্ন সিনহা?

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তাঁর কথায়, তিনি বিষয়টি খতিয়ে দেখতে প্রায় বছরখানেক আগেই লিখিত অভিযোগ জানিয়েছিলেন করণদিঘি থানার আইসি ও করণদিঘির বিডিও-কে। বিডিও-র কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে সদুত্তর দিতে পারেননি তিনি। তবে তিনি বিষয়টি নিয়ে তদন্ত করবেন বলে জানিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal News: কী মারাত্মক, পড়ুয়াদের স্কলারশিপের কোটি কোটি টাকা লোপাট! রায়গঞ্জে হচ্ছেটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল