Shatrughan Sinha: 'পুনর্জন্ম হল, আমার চরিত্রে কোনও দাগ নেই', আসানসোল জিতে হঠাৎ এমন কেন বললেন শত্রুঘ্ন সিনহা?

Last Updated:

Shatrughan Sinha: আসানসোল লোকসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর বুধবার সন্ধ্যায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের একটি সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, ''এখানে যা পেলাম আমি, মানুষের আশীর্বাদে পুনর্জন্ম হল আমার।''

কী বললেন শত্রুঘ্ন?
কী বললেন শত্রুঘ্ন?
#আসানসোল: ২০২১-এর বিধানসভা নির্বাচনের পর থেকে একের পর এক উপনির্বাচনে ধরাশায়ী হচ্ছে বিজেপি। সম্প্রতি বালিগঞ্জ ও আসানসোল, দুই কেন্দ্রের উপনির্বাচনেই রীতিমতো উড়ে গিয়েছে গেরুয়া শিবির। আর অপরদিকে, সমালোচনা সত্ত্বেও রাজ্যের শাসক দল তৃণমূল এখন কার্যত প্রতিদ্বন্দ্বীহীন। সাম্প্রতিক বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনেও শাসক দলের সাফল্য তাক লাগানো। এই প্রথম আসানসোল লোকসভা নিজেদের দখলেও নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। স্বাভাবিক ভাবেই আসানসোল নিয়ে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব। আর তৃণমূলের হয়ে আসানসোলে যিনি 'ম্যাজিক' দেখালেন, সেই শত্রুঘ্ন সিনহাও (Shatrughan Sinha) ভাসছেন আনন্দে।
আসানসোল লোকসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর বুধবার সন্ধ্যায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের একটি সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, ''এখানে যা পেলাম আমি, মানুষের আশীর্বাদে পুনর্জন্ম হল আমার।'' দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা ফুটবল মাঠে বুধবার বিকালে অনুষ্ঠিত হয় ইফতার পার্টি। সন্ধ্যায় অনুষ্ঠান ছিল সম্বর্ধনার। সেখানে সম্মান জানানো হয় আসানসোল লোকসভা উপনির্বাচনের জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে।
advertisement
advertisement
এছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল সভাপতি সুজিত মুখোপাধ্যায় সহ বহু তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে শত্রুঘন সিনহা বলেন, ''বাংলায় আমার পরিবার আছে। আমি বিহার, হরিয়ানা, উত্তর প্রদেশ, পঞ্জাব সহ আরও একাধিক জায়গায় কাজ করেছি। কিন্তু সব থেকে আলাদা এই বাংলা। আমি চারবার সাংসদ হয়েছি, আসানসোলে জয়ের পর পাঁচবার হতে চলেছি।''
advertisement
তাঁর সংযোজন, ''যতবারই সাংসদ হয়েছি মানুষের সেবার জন্য হয়েছি। মানুষের পাশে থেকে কাজ করেছি, কোনও দিন উপার্জন করিনি। আমার চরিত্রে কোনও দাগ নেই।'' সার্বিকভাবে আসানসোলের মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিকে, আসানসোলের ফলের পরই টুইট করে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি রাজ্যের বিভিন্ন প্রকল্পের লাভ পেয়েছে রাজ্যবাসী তাই তৃণমূলকে ভোট দিয়েছে বলে দাবি করেছিলেন। এই প্রসঙ্গে আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন, ''আমি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে ধন্যবাদ জানাই। আমি কোন বিজেপি নেতা নেত্রীর নাম না করে রাজ্যের বিভিন্ন প্রকল্পকে মানুষের কাছে তুলে ধরেছি। তাই মানুষ দুহাত তুলে তৃণমূলকে ভোট দিয়েছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই।''
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shatrughan Sinha: 'পুনর্জন্ম হল, আমার চরিত্রে কোনও দাগ নেই', আসানসোল জিতে হঠাৎ এমন কেন বললেন শত্রুঘ্ন সিনহা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement