স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম বেবি বিবি (৫৫)। শেখপুরা পূর্ব পাড়া এলাকার বাসিন্দা। স্বামী শেখ সাজুদ শ্রমিকের কাজে ভিন রাজ্যে রয়েছে। ছেলে মহম্মদ রফিকুল ইসলাম পেশায় সিভিক ভলান্টিয়ার। শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। রবিবার সকালে কাজ শেষ করে বাড়ি ফিরেন ছেলে। মায়ের কোনও সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মা। মুহূর্তের মধ্যেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে যায়।
advertisement
আরও পড়ুন: মধ্যরাত্রে বৃদ্ধার প্রবল চিৎকারে ঘুম ভাঙল পড়শিদের! ঘরে ঢুকতেই ভয়ঙ্কর দ্রশ্য!
স্থানীয় ও পরিবারের অনুমান, এলাকায় প্রতিনিয়ত ছোটবড়ো চুরির ঘটনা সামনে আসছে। স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে মাদক সেবনকারীদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। বাড়িতে চুরির আগে মহিলা দেখে ফেলায় খুনের ঘটনা হয়ে থাকতে পারেন। ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।