TRENDING:

West Bengal Bypolls 2024: দুই ফুলের মুখোমুখি লড়াইয়ে কাঁটা 'হাত'

Last Updated:

West Bengal Bypolls 2024: ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: লোকসভা ভোট শেষ হতে না হতেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের দামামা বেজে গেছে। এই কেন্দ্রের আগামী ১০ জুলাই ভোট গ্রহণ হবে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে রায়গঞ্জ থেকে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। যদিও তখন বিধায়ক পদে ইস্তফা দেননি‌। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যানীকে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী করলে তিনি বিধায়ক পদে ইস্তফা দিয়ে ভোটে লড়াই করেন। যদিও নির্বাচনে বিজেপির কার্তিক পালের কাছে পরাজিত হন। সেই সূত্রেই এখানে উপনির্বাচন হচ্ছে।
advertisement

এই উপনির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে রায়গঞ্জ কেন্দ্রে। বিজেপি আসনটি ধরে রাখার জন্য প্রার্থী করেছে মানস ঘোষকে। অপরদিকে তৃণমূলের টিকিটে এই উপনির্বাচনে লড়াই করছেন সদ্য প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যানী। বাম-কংগ্রেস জোটের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত।

আর‌ও পড়ুন: অস্থায়ী শিক্ষকের কাণ্ড! ফেলে দেওয়া জিনিসে সাজছে স্কুল

advertisement

বিজেপি প্রার্থী মানস ঘোষ তাঁর প্রচারে মূলত হাতিয়ার করেছেন কেন্দ্রের মোদি সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পকে। পাশাপাশি রাজ্যের রাজনৈতিক সন্ত্রাস এবং ব্যাপক দুর্নীতিকে তিনি প্রচারে টেনে আনছেন। কৃষ্ণ কল্যাণী আবার রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প ও উন্নয়নমূলক কাজগুলিকে প্রচারে হাতিয়ার করছেন। অপরদিকে জোটের পক্ষ থেকে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত প্রচারে একযোগে তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, রায়গঞ্জের প্রকৃত উন্নয়ন কংগ্রেসের যতদিন বিধায়ক ছিল ততদিন হয়েছে। তৃণমূল ও বিজেপি কিছুই করেনি। তারা রায়গঞ্জে এইমস হতে দেয়নি বলে মোহিতবাবু অভিযোগ করছেন।

advertisement

সব মিলিয়ে জমজমাট রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার পর্ব। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কেন্দ্রের উপনির্বাচনে ভোট কাটাকাটির অঙ্ক যিনি মেলাতে পারবেন তিনিই জয়ী হবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal Bypolls 2024: দুই ফুলের মুখোমুখি লড়াইয়ে কাঁটা 'হাত'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল