উদ্যান ও কানন বিভাগের রেঞ্জার অভিজিৎ নাগ জানান, “জেলা কোচবিহারের এই পার্কের মধ্যে দূর-দূরান্তের বহু মানুষের ভিড় জমান। এছাড়া বাইরের বহু পর্যটকেরা এই পার্কে এসে থাকেন বিভিন্ন সময় ঘুরতে। তাইতো কোচবিহার শহরের মধ্যে এই পার্কের গুরুত্বই আলাদা। দীর্ঘ সময় ধরে এই পার্কে বাচ্চাদের খেলনার প্রচুর সামগ্রী রয়েছে। তবে কিছুদিন পূর্বে একটি মিউজিয়াম শুরু করা হয়েছে। যেই মিউজিয়াম এর মধ্যে রাজ আমলে পার্কে ব্যবহৃত নানান উপকরণ সাজিয়ে রাখা হয়েছে। যা পার্কের ঘুরতে আসা মানুষদের অনেকটাই পছন্দ হচ্ছে বর্তমান সময়ে।”
advertisement
আরও পড়ুনঃ কলকাতার একেবারেই কাছে এই ৫ অভূতপূর্ব জায়গা! আপনি না গেলে বড় মিস করবেন, ছোট্ট ছুটিতে হোক ডেস্টিনেশন
তিনি আরও জানান, “দুর্গাপুজোর আগে পার্কে বাচ্চাদের জন্য বেশ কিছু খেলা সামগ্রী আনা হয়েছে। আরও বেশ কিছু খেলা বসানো হচ্ছে পার্কের মধ্যে। বর্তমান সময়ে পর্যটনের মরসুম ইতিমধ্যেই শুরু হয়েছে। আর তাইতো পর্যটকদের আকর্ষণ করতে পার্কের আরও কিছু সংস্কার কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে এই পার্কে। দীর্ঘ প্রাচীন রাজ আমলের ঐতিহ্যবাহী এই পার্ক বর্তমান সময়ে অনেকটাই আকর্ষণ করে বহু ইতিহাস অনুসন্ধানী মানুষকে। জেলার বুকে অন্যতম প্রসিদ্ধ এই পার্ক শুধু জেলার নয় জেলার বাইরের মানুষেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু।”
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় দানার হানা শুরু! এই মুহূর্তে কেমন আবহাওয়া জেলায় জেলায়? আলিপুরের আপডেট
ইতিমধ্যেই বাচ্চাদের জন্য বেশ কয়েকটি খেলনা বসানো হচ্ছে পার্কের মধ্যে। এছাড়া পার্কে থাকা মিউজিয়ামটিকে কেন্দ্র করেও নতুন কিছু চিন্তা ভাবনা করছে পার্ক কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনের মধ্যেই পার্কের আরও কিছু আমূল পরিবর্তন হতে চলেছে, যা প্রতিটি পর্যটকের পছন্দ হবে।
Sarthak Pandit