মহালয়া পেরিয়েছে। মা উমার আগমনের শেষ লগ্নেও পুজোর আনন্দের লেশ মাত্র নেই এখানকার বাসিন্দাদের মধ্যে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলার আকাশ মেঘলা। আবহাওয়া দফতর সূত্র মারফত খবর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে জেলা জুড়ে।
ক’দিন আগে পর্যন্ত ভারী বৃষ্টি হওয়ায় তিস্তা এবং জলঢাকা নদীগুলিতে জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। এদিন তিস্তায় বেলা ১১টায় নগাদ গাজোলডোবা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে প্রায় ১৯৩০ কিউসেক। এরই সঙ্গে তিস্তা ও এন এইচ ৩১ জলঢাকা নদীতে হলুদ সতর্কতা জারি। তিস্তার দোমহনি থেকে মেখলিগঞ্জ এবং মেখলিগঞ্জ এর বাংলাদেশ বর্ডার পর্যন্ত ও সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে বলে শুক্রবার দুপুর নাগাদ জলপাইগুড়ি সেন্ট্রাল ফ্ল্যাড কন্ট্রোল সূত্রে জানা যায়।
advertisement
আরও পড়ুনঃ Snake News: ভয়ঙ্কর বিষাক্ত সাপের কামড়েও মৃত্যু হয় না কার? কারণ ও অবিশ্বাস্য ক্ষমতা জানলে অবাক হবেন
এনএইচ ৩১ জলঢাকা নদীর মাথাভাঙ্গা পর্যন্ত সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। তিস্তার বুক থেকে পলি তোলার অনুমতির অপেক্ষায় রয়েছে সেচ দফতর।উল্লেখ্য, পাহাড়ে অবিরাম বৃষ্টি জারি। জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। জল বাড়ছে তিস্তা, জলঢাকা সহ অন্যান্য নদীগুলোর।
সুরজিৎ দে






