তথ্য বলছে, মন্তেশ্বরে তৃণমূল প্রার্থী সজল পাঁজার জয়ের ব্যবধান ছিল এ যাবৎ উপনির্বাচনে জয়ের রেকর্ড। ১ লাখ ৩ হাজার এর মত ব্যবধান ছিল। সেই ব্যবধান আজ ধুয়েমুছে সাফ দিনহাটায় উদয়ন ১ লাখ ৬৩ হাজার ৫ ভোটে জয়ী। এমনকি গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলও জিতেছেন লক্ষাধিক ভোটে।
আরও পড়ুন-কমিশনের 'না', বিজয়মিছিল নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন অভিষেকও
advertisement
জয়ের পরেও চোখে মুখে উচ্ছ্বাস নেই উদয়ন গুহর। তবে আত্মবিশ্বাস ফুটে উঠছে কথায়। বললেন, দিনহাটাবাসীর কাছে ঋণ আরও বাড়ল। শোধ করার চেষ্টা করব কাজে দিয়ে। নিশীথ প্রামাণিক ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। এবার ২৩টা বুথে এজেন্ট দিতে পেরেছিল। ২০২৪ এ পারবে না।
আরও পড়ুন-খড়দহে কার্যত জয়ী শোভনদেব, নজর কাড়ছে সিপিআইএম
দিনহাটার জয়ে তৃপ্ত ফিরহাদ হাকিমও। বলছেন, "দিনহাটায় সীমান্ত এলাকায় ঘুরেছি। মানুষের উৎসাহটা দেখেছি। বিজেপির অস্তিত্বই নেই। উত্তরবঙ্গে বিজেপি বাংলা ভাগের চেষ্টা করছিল। তার উত্তর ফিরিয়েছে সাধারণ মানুষ।"