করোনা মহামারির কারণে গত বছর তরমুজের রপ্তানিতে ভাটা পরে চাষিদের। এবার তরমুজের মরসুমের শুরুতেই অকাল বৃষ্টিতে ফের দুশ্চিন্তার মেঘ তাঁদের মনে। জানা গিযেছে, তরমুজ চাষে অতিরিক্ত বৃষ্টিতে জমিতে জল জমে গেলে তরমুজ গাছ পচে নষ্ট হয়ে যায়। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে সমস্যায় পড়ছেন এলাকার তরমুজ চাষিরা।
আরও পড়ুন : দুর্ঘটনা থেকে অসহায় পথকুকুরদের বাঁচাতে অভিনব উদ্যোগ
advertisement
আরও পড়ুন : আবার কখন জেগে উঠবেন...রুশ হানায় নিহত মালিকের পাশে অপেক্ষায় বসে পোষ্য সারমেয়
এক তরমুজ চাষি বলেন, ‘‘ তরমুজের মরশুম শুরু হতেই ভাল দাম পাওয়া যাচ্ছিল তরমুজ বিক্রিতে। এই বৃষ্টির জেরে ভাল দাম পেতে সমস্যা হতে পারে বলে জানা যায়। কয়েক দিনের বৃষ্টিতে কিছু গাছে পচন ধরেছে। তিনি জানান এ বার বাজারে চাহিদা রয়েছে কিন্তু কম ফলন হওয়ায় চাষের খরচ উঠবে কিনা তা নিয়ে ধন্ধে সকলে। তরমুজ চাষ করতে বিঘা প্রতি ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়। কিন্তু, এ বার খরচটুকু উঠবে কি না বুঝতে পারছি না।’’ জানা যায়, এ বছর বাজারে চাহিদা থাকায় খুশি ছিলেন সকলে। কিন্তু গত কয়েক দিনের বৃষ্টিতে তরমুজ চাষে ক্ষতির আশঙ্কা ছড়িয়েছে।
( প্রতিবেদন : ভাস্কর চক্রবর্তী)
