North Bengal Weather: বৃষ্টির সম্ভাবনা নেই, শীতের ছোঁয়ায় উত্তরবঙ্গ! সকালে কুয়াশা আর পাহাড়ে নামছে পারদ
- Reported by:Ricktik Bhattacharjee
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
North Bengal Weather: উত্তরবঙ্গ জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সময়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
1/5

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: উত্তরবঙ্গ জুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সময়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে শুষ্কতার মধ্যেই ভোরের দিকে কুয়াশা উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রভাব ফেলতে পারে।
advertisement
2/5
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর— সব ক'টি জেলাতেই সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। কোথাও কোথাও কুয়াশার জেরে দৃষ্টিসীমা ৯৯৯ মিটার থেকে কমে প্রায় ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
পাহাড়ি এলাকায় শীতের আমেজ আরও স্পষ্ট। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে, কালিম্পঙে তা রয়েছে ১৬.৫ ডিগ্রি। সকালের দিকে ঠান্ডার সঙ্গে কুয়াশা মিলিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
সমতলের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকলেও শীতের অনুভূতি বজায় রয়েছে। মালদায় ২০.৪ ডিগ্রি, কোচবিহারে ১৯.৬ ডিগ্রি, জলপাইগুড়িতে ২৩.৮ ডিগ্রি, আলিপুরদুয়ারে ২১ ডিগ্রি, উত্তর দিনাজপুরে ২৩.৫ ডিগ্রি, দক্ষিণ দিনাজপুরে ২৩ ডিগ্রি এবং শিলিগুড়িতে ২১.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ভোর ও সকালের দিকে কুয়াশার কারণে যান চলাচলে সমস্যার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জাতীয় সড়ক ও পাহাড়ি রাস্তায় চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য