TRENDING:

Cooch Behar News: ঘরে-বাইরে সবতেই জলে জলময়! বছরভরের নরক যন্ত্রণা এবার শেষ করতে হুঁশিয়ারি বাসিন্দাদের

Last Updated:

জল যন্ত্রণার সমাধান না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: ইতিমধ্যেই বেশ কিছুটা সময়ের জন্য বৃষ্টি হতে দেখা যাচ্ছে জেলায়। ফলে বেশকিছু এলাকায় জল জমে ভোগান্তির সৃষ্টি হচ্ছে অনেকটাই। এমনই একটি সমস্যা তৈরি হয়েছে কোচবিহার সদর শহরের কাছেই চকচকা এলাকায়। এখানে দীর্ঘ সময় ধরে জলমগ্ন হয়ে ওঠার সমস্যা তৈরি হচ্ছে বৃষ্টি হলেই। এছাড়া এই এলাকার রাস্তা এখনও পর্যন্ত তৈরি হয়নি। ফলে সমস্যা হচ্ছে এই এলাকার বাসিন্দাদের। দীর্ঘ সময় ধরে এলাকায় নেই পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা। তাই এলাকার বাসিন্দারা রীতিমত ক্ষোভ প্রকাশ করছেন এই সমস্যার কারণে।
advertisement

এলাকার এক প্রবীণ বাসিন্দা সজল বিশ্বাস জানান, “এলাকায় সামান্য বৃষ্টিতেই অনেকটা জল জমে যায়। ফলে রাস্তা দিয়ে চলাচল করতে ব্যাপক সমস্যা তৈরি হয়। এছাড়া কিছুসময় ঘরের ভিতরেও জল প্রবেশ করে জল জমছে। এলাকায় নিকাশি নালা না থাকার কারণে এই সমস্যা আরও বেশি হচ্ছে।” এলাকার আরেক বাসিন্দা সুমন দে জানান, “চলাচলের রাস্তা দীর্ঘ সময়েও তৈরি হয়নি। ফলে সমস্যা আরও বেড়ে উঠেছে। বর্তমানে এলাকার স্থানীয় বাসিন্দারা দ্রুত এই সকল সমস্যার সমাধান চান। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি।”

advertisement

আরও পড়ুন: দেখতে যেন পুরো লিচু! তবে উপকারিতা অনেক! জেলার এই ফল নজর টানছে সকলের

এলাকার আরেক বাসিন্দা বনানী দে সরকার জানান, “এলাকার বাচ্চাদের স্কুলের যাতায়াত করতে সমস্যা তৈরি হচ্ছে। এছাড়াও এই পথে যানবাহন ঢুকতে চায় না। ফলে অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে অনেকটাই। দ্রুত এই সমস্যার সমাধান প্রয়োজন।” যদিও এই বিষয় নিয়ে চকচকা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান শ্যামল কার্য্যী জানান, এলাকার সমস্যার বিষয়টি তার নজরে রয়েছে। দ্রুত এই সমস্যা সমাধান করা হবে। এলাকায় নিকাশির ব্যবস্থা করা হবে। এছাড়াও রাস্তার কাজ করা হবে। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা হয়েছে তাঁর। তিনি নিজেও এলাকায় গিয়েছিলেন বিষয়টি খতিয়ে দেখতে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বর্তমান সময়ে এলাকার মানুষের ভোগান্তি চরমে উঠেছে। বর্ষার মরসুম সম্পূর্ণ আসার আগেই যদি এই সমস্যা সমাধান না করা হয়। তবে এলাকার মানুষের সমস্যা আরও বেড়ে উঠবে বর্ষার মরসুমে। তাই স্থানীয়রা দ্রুত এই সমস্যা সমাধানের আরজি জানাচ্ছেন স্থানীয় প্রশাসনের আধিকারিকদের কাছে। যদি দ্রুত এই সমস্যা সমাধান না করা হয়। তবে স্থানীয় মানুষেরা বৃহত্তর আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: ঘরে-বাইরে সবতেই জলে জলময়! বছরভরের নরক যন্ত্রণা এবার শেষ করতে হুঁশিয়ারি বাসিন্দাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল