জলের তীব্র সঙ্কট চলছে ডুয়ার্সের রাধারানি চা বাগানে। এই চা বাগানে পিএইচই থেকে বড় পানীয় জলের প্রকল্প করা হয়েছে। কয়েকবছর পূর্বে প্রতিটি ঘরে পাইপ লাইনের কানেকশন দেওয়া হয়েছিল। এখনও সেই পাইপ লাইন রয়েছে, কিন্তু তা থেকে আর জল পড়ে না। বাসিন্দারা জানান প্রথম তিনদিন জল পেয়েছিলেন। তারপর থেকে সেই কল শুকনো খটখটে হয়ে পড়ে আছে। জল প্রকল্পের জলাধার দেখলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। এই বিষয়ে বারবার অভিযোগ জানানো হয়েছে পিএইচই-র দফতরে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দফতরের কোনও কর্মী একদিনের জন্যও আসেনি এলাকায়। বর্তমানে এখানে জল সঙ্কট তীব্র আকার ধারণ করেছে।
advertisement
আরও পড়ুন: শোলার কাজ করেই স্বনির্ভর গ্রামের মহিলারা
এখানকার বাসিন্দারা জানিয়েছেন, বাধ্য হয়ে জল সংগ্রহ করতে কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে নদীতে যেতে হয়। এক সপ্তাহের জল সেখান থেকেই আনা হয়। পানীয় জল পান করার পর যতটুকু জল বাঁচে তা দিয়ে স্নান সারেন তাঁরা। গরমে প্রতিদিন স্নান না করতে পেরে অস্বস্তি বাড়ছে এলাকার বাসিন্দাদের। অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।
অনন্যা দে