TRENDING:

Baro Ma Kali: নৈহাটির বড় মায়ের দর্শন শুরু হয়ে গেল উত্তরবঙ্গে! কী ভাবে দেখবেন, জানুন

Last Updated:

নৈহাটির বড়মার দর্শন এবার শিলিগুড়ির পুজোমণ্ডপে।এবছর থেকে প্রতি বছরই বড়মার মূর্তি পুজো করবেন শিলিগুড়ির হায়দার পাড়া মহামায়া স্পোর্টিং ক্লাব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি:  ‘কথায় আছে ধর্ম যার যার, বড় মা সবার’ এ বার উত্তরবঙ্গে পাকাপাকিভাবে ঠাই হলো নৈহাটির বড়মার । নৈহাটির বড়মার দর্শন এবার শিলিগুড়ির পুজোমণ্ডপে। প্রায় ২৫ ফিট উচ্চতা এবং ২০ ফিট চওড়া বিশিষ্ট বড়মার মূর্তি তৈরি করেছে শিলিগুড়ির হায়দারপাড়ার মহামায়া স্পোর্টিং ক্লাব। উদ্যোক্তাদের দাবি, এবছর থেকে প্রতি বছরই বড়মার মূর্তি তাঁরা পুজো করবেন শিলিগুড়িতে। তাই পাকাপাকি ভাবেই মা’কে ৫০ কেজি পিতলের গয়নার সাজে সাজিয়ে তোলা হয়েছে। যা দেখতে ইতিমধ্যেই ভিড় করছেন শহরবাসী। শহরের আঁচ কানাচ থেকে বড়মার দর্শন পেতে দূর-দূর থেকে ছুটে আসছে মানুষ।
advertisement

আসলে সকলের ইচ্ছা থাকে বড় মায়ের দর্শন করার। বিশেষ করে উত্তরবঙ্গের তথা শিলিগুড়ির মানুষের ইচ্ছে থাকলেও নৈহাটিতে গিয়ে এতটা পথ পেরিয়ে সকলের পক্ষে বড়মা দর্শন সম্ভব হয়ে ওঠে না । সেই ভাবনা থেকেই শহরবাসীর কথা ভেবে নৈহাটির বড়মার মূর্তি তৈরি করছে পুজো কমিটি। নৈহাটির বড়মার মূর্তির উচ্চতা ২১ ফুট। সেই মাপেই এখানেও মূর্তি তৈরি হয়েছে ।

advertisement

আরও পড়ুন –  উত্তর থেকে দক্ষিণ… শহরজুড়ে শীতের আমেজ! দীপাবলিতে আরও নামবে পারদ, সতর্কতা হাওয়া অফিসের

তিনি এখানে দক্ষিণাকালী রূপে পুজিত হবেন ৷ মাচা বেঁধে সিঁড়ি দিয়ে উঠে প্রায় ৪ মাস সময় ধরে শিলিগুড়ির মৃৎশিল্পীরা তৈরি করেছেন ২১ ফুট লম্বা ও ২০ ফিট চওড়া বড়মার প্রতিমা। ইতিমধ্যেই মায়ের সমস্ত অলংকার পরিয়ে দেওয়া হয়েছে। চার দিন ব্যাপী এই কালী পুজোয় এবার সকলের মন জয় করে নিতে পারবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।

advertisement

View More

মহামায়া স্পোর্টিং ক্লাবের সম্পাদক দুলাল পাল বলেন, ‘শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর পক্ষে নৈহাটিতে গিয়ে বড়মার দর্শন করা সম্ভব হয়ে ওঠে না। সেই চিন্তা ভাবনা থেকেই এখানে বড় মা-কে স্থাপন করা হয়েছে। মা সহায় থাকলে আমরা প্রতিবছরই এই বড়মার পুজো করব।’ তিনি আরও বলেন, ‘ইতিমধ্যেই বড় মায়ের দর্শন পেতে শহরবাসীর মধ্যে দারুণ উদ্দীপনা তৈরি হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত তথা আশেপাশের জেলা থেকেও মানুষ আসছে।”

advertisement

উত্তরবঙ্গের বড়মার দর্শন হায়দারপাড়া বাজারের রাস্তা ধরে সোজা চলে আসতে হবে শিলিগুড়ি হায়দারপাড়ার মহামায়া স্পোর্টিং ক্লাব।

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Baro Ma Kali: নৈহাটির বড় মায়ের দর্শন শুরু হয়ে গেল উত্তরবঙ্গে! কী ভাবে দেখবেন, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল