বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে আবার জল জমেছে মালদহ শহরের নেতাজি পুরবাজার চত্বরে। বৃহস্পতিবার সকাল থেকেই স্থানীয়রা লক্ষ করেন বৃষ্টির জমাজলে ঘুরছে মাছ। জমা জলে মাছ দেখে ব্যবসায়ী থেকে স্থানীয়রা মাছ ধরতে শুরু করেন। অনেকেই এদিন মাছ ধরে বাড়ি নিয়ে যায়।
আরও পড়ুনঃ অক্টোবরেই অতি শুভ বিরল ভাদ্র রাজযোগ! বিপুল অর্থলাভ এই ৩ রাশির, নতুন সম্পত্তির মালিক হবেন
advertisement
তবে বৃষ্টির জমা জলে কোথা থেকে আসল বড় বড় জ্যান্ত এই মাছ? এই নিয়ে প্রশ্ন সকলের মধ্যে। তবে ব্যবসায়ী ও স্থানীয়দের অনুমান। নেতাজিপুর বাজারেই রয়েছে মালদহের মাছের সব থেকে বড় বাজার। প্রতিদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। বৃষ্টির জমা জলে মাছের গাড়ি ঢোকার সময় কোন দুর্ঘটনা হয়তো ঘটেছে। জ্যান্ত মাছ পড়ে গিয়েছে বৃষ্টির জমা জলে। সেই মাছ গোটা বাজার চত্বরে ঘুরে বেড়াচ্ছে।
পুরবাসীর জলযন্ত্রণা অব্যাহত। গত দুই দশক ধরেই পুরসভার দায়িত্বভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। পাল্টেছে শহর। আধুনিক হয়েছে পুরসভা। জলযন্ত্রণা থেকে পুরবাসীকে মুক্তি দিতে নেওয়াও হয়েছে নিকাশি ব্যবস্থার পরিকল্পনা। কিন্তু সবই আজ জলে। অবৈজ্ঞানিক ও প্রমোটারদের রাজত্বে সব পরিকল্পনায় বিশবাঁও জলে।
হরষিত সিংহ