শুধু চা নয় চায়ের কাপও যে খাওয়া যায় তা জেনে চায়ের কাপের স্বাদ নিতে তার দোকানের সামনে ভিড় জমছে চা প্রেমীদের। আসলে এটি কোনও মাটির ভাঁড়ের তৈরি চা কাপ নয়, এই কাপটির নাম হচ্ছে এডিবল কাপ বা বিস্কুট কাপ, যা চা শেষ হওয়ার পরই চিবিয়ে খেতে পারবেন সকলে।
advertisement
মূলত বিশেষ চায়ের জন্য বিখ্যাত মালদহের সাহাপুরের ডিস্কো মোড় এলাকা। সেই এলাকাতেই এমন চায়ের কাপে চা বিক্রি করছেন সংশ্লিষ্ট এলাকারই বাসিন্দা সোনাই মন্ডল। চা বিক্রেতা সোনাই মন্ডল জানান, “বর্তমান আধুনিক যুগে মানুষ নতুন কিছুতে আসক্ত। মোবাইলে দেখেছিলাম চা খাওয়ার পর চায়ের কাপও খাওয়া যাচ্ছে। সেটা দেখেই এই খাবার যোগ্য চা কাপে চা পরিবেশনের ধারণা আসে। এখন আগের থেকে অনেকটাই বেশি চা বিক্রি হচ্ছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান আধুনিক যুগে দিনকে দিন বদলাচ্ছে মানুষের একাধিক রকমের চাহিদা। বিভিন্ন পুরনো জিনিস উপস্থাপন হচ্ছে নতুনভাবে। চেহারা গঠন বদলালেও আধুনিকতার ছোঁয়ায় চাহিদা পূরণ হচ্ছে মানুষের। তাই আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষের চাহিদা পূরণে খাবার যোগ্য চায়ের কাপে চা বিক্রি করে নজর কাড়ছেন মালদহের এই চা বিক্রেতা।