একবার, দুবার নয় তিনবার বাড়িতে ঢুকে মহিলাদের অন্তর্বাস চুরি করেছেন ওই শিক্ষক। এই নিয়ে গতকাল রাতে সরগরম হয়ে ওঠে আলিপুরদুয়ার শহরের লোহারপুল এলাকা। তাকে দড়ি দিয়ে বেঁধে রাখেন এলাকার বাসিন্দারা। এরপর পুলিশের হাতে ওই শিক্ষককে তুলে দেওয়া হয়। যদিও থানায় কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানা যায় পুলিশের তরফে।
advertisement
এলাকার বাসিন্দারা কী করে বুঝলেন ওই শিক্ষক মহিলাদের অন্তর্বাস চুরি করে? এই প্রসঙ্গে একজন জানান, তারা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখেছেন ওই ব্যক্তি প্রতিটি বাড়ি থেকে মহিলাদের অন্তর্বাস চুরি করছে। শহরের ওই এলাকার এক বাড়ির মালিক জানান, তার বাড়িতে স্ত্রী, ভাড়াটে মিলিয়ে ১০ জন মহিলা থাকেন। তারা তাদের জামাকাপড় বাইরে মেলেন। বেশ কিছুদিন ধরে কারও না কারও অন্তর্বাস খোয়া যাচ্ছিল। এরপর সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে তারা দেখেন চুরি হচ্ছে অন্তর্বাস।গতকাল রাতে সকলে সজাগ ছিলেন। ওই ব্যক্তি আসতে তাকে ধরে ফেলেন। এরপর তাকে বেঁধে রাখা হয়। পুলিশ এলে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
Annanya Dey






