যাত্রীবোঝাই এই বাস জলপাইগুড়ি ডিপো থেকে সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ বেরিয়ে দশটা নাগাদ ময়নাগুড়ি দুর্গাবাড়ির কাছে পৌঁছলে হঠাৎই গাড়ির ইঞ্জিনের সামনে ধোঁয়া লক্ষ করে চালক। সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়তেই চালক চেঁচামেচি করতে থাকে। তড়িঘড়ি যাত্রীদের নামিয়ে দেয়।
আরও পড়ুনঃ প্রাণঘাতী ক্যানসারের ‘নতুন’ উপসর্গ এগুলিই…! সাবধান, এই লক্ষণের একটিও দেখলে একবেলাও অবহেলা করবেন না
advertisement
যদিও যাত্রীরা বাস থেকে নামার সময় আহত হন কিছু যাত্রী। আহতদের ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আহত হয়েছেন বাসের চালকও। ঘটনার সঙ্গে সঙ্গেই দমকল এবং পুলিশের পাশাপাশি স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। কিন্তু এভাবে সরকারি বাসের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল।
সুরজিৎ দে