TRENDING:

3 Layer Mocktail: এক গ্লাসে তিন স্বাদ! থ্রি লেয়ার মকটেলে চুমুক দিলেই মিলবে মানসিক তৃপ্তি

Last Updated:

Tasty mocktail: এই মকটেলের মধ্যে দেওয়া হচ্ছে তরমুজের সিরাপ, ব্লু লাগুন এবং অরেঞ্জ। ধাপে ধাপে এই তিনটে জিনিস একে অপরের থেকে আলাদা হয়ে থাকছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বাইরে ঘুরতে বেরোলেই ঠান্ডা পানীয় পান করতে মন চায়। তবে সেই পানীয় যদি একটু আলাদা ধরনের নতুন রকমের হয়। কিংবা হয় নামীদামী রেস্তোরাঁর পানীয় তবে মুহূর্তেই জমে যায় সন্ধ্যার আমেজ। এবার জেলা কোচবিহারের সাগরদিঘি চত্বরের এক মকটেলের দোকান সকলের জন্য নিয়ে এল এক অভিনব মকটেল। এই বিশেষ মকটেল তিনটি লেয়ারে ভাগ করা থাকছে। তিনটি লেয়ারে থাকছে তিন ধরনের আলাদা রকমের স্বাদ।
advertisement

দোকানের কর্ণধার ইকরাম হক জানান, নামীদামি রেস্তোরাঁয় গিয়ে ঠান্ডাপানীয় কিংবা মকটেল খেতে অনেকটাই বেশি খরচ করতে হয়। সেই জায়গায় তিনি একেবারেই কম দামে সকলের জন্য বিভিন্ন ধরনের মকটেল নিয়ে এসেছেন। বর্তমান সময়ে তাঁর দোকানে এক নতুন ধরনের মকটেল তিনি সংযোজন করেছেন। এই মকটেলের নাম ‘থ্রি লেয়ার মকটেল’। মাত্র ৬৫ টাকা দামের এই মকটেল পাওয়া যাচ্ছে তাঁর দোকানে। ইতিমধ্যেই তার তৈরি করা এই বিশেষ মকটেল বহু ক্রেতাদের পছন্দ হতে শুরু করেছে।

advertisement

আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের দুটি কামরা, ব্যস্ত সময়ে যাত্রীদের ভোগান্তি

তিনি আরও বলেন, “এই মকটেল তৈরি করা হচ্ছে তিনটি বিশেষ আলাদা স্বাদের মাধ্যমে। এই মকটেলের মধ্যে দেওয়া হচ্ছে তরমুজের সিরাপ, ব্লু লাগুন এবং অরেঞ্জ। ধাপে ধাপে এই তিনটে জিনিস একে অপরের থেকে আলাদা হয়ে থাকছে। ফলে মকটেলটি দেখতে আরও আকর্ষণীয় হয়ে উঠছে।” দোকানে মকটেল খেতে আসা এক গ্রাহক সুস্মিতা পাল বলেন, “জেলা শহরের রাস্তায় এই ধরনের মকটেলের দোকান নেই। তাই এই মকটেলের দোকান বেশ অনেকটাই পছন্দের গ্রাহকের। নিত্যনতুন ধরনের মকটেল এর স্বাদ পাওয়া যায় এই দোকানে।”

advertisement

View More

আরও পড়ুন: আদালতে বিচারকের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন আইনজীবীরা! আদালতে ভাঙচুর, লাঠিচার্জ পুলিশের

সেরা ভিডিও

আরও দেখুন
আরও কাছে এল ঘূর্ণিঝড় 'মন্থা', উত্তাল দিঘার সমুদ্র সৈকত, প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং
আরও দেখুন

ইতিমধ্যেই বহু গ্রাহকের কাছে বেশ অনেকটাই পছন্দের হয়ে উঠেছে এই থ্রি লেয়ার মকটেল। গ্রাহকরা সন্ধ্যা নামলেই এই মকটেলের টানে ভিড় জমাচ্ছে এই দোকানে। নিজের পছন্দের মতন করেও থ্রি লেয়ার মকটেল সাজাতে পারবেন গ্রাহকরা। তাইতো এই মকটেলের চাহিদা আক্রমশ বেড়ে উঠছে জেলায়। খুব স্বল্প সময়ের মধ্যেই এই মকটেল বেশ অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে কোচবিহারের গ্রাহকদের মধ্যে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
3 Layer Mocktail: এক গ্লাসে তিন স্বাদ! থ্রি লেয়ার মকটেলে চুমুক দিলেই মিলবে মানসিক তৃপ্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল