TRENDING:

Coochbehar: টিকা নিতে নারাজ স্কুল শিক্ষক, বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দিলেন গ্রামের মহিলারা

Last Updated:

ভ্যাকসিন নিতে নারাজ সরকারি প্রাথমিক স্কুলের ওই শিক্ষকের নাম সুবোধ কর৷ অভিযোগ, এখনও করোনা টিকার একটিও ডোজ নেননি ওই শিক্ষক বা তাঁর স্ত্রী (Coochbehar News)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার:  বার বার বাড়িতে এসে তাগাদা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা৷ তাও করোনার টিকা নিতে নারাজ খোদ একজন শিক্ষক (Covid 19)৷ বেঁকে বসেছেন শিক্ষকের স্ত্রীও৷ শেষ পর্যন্ত শিক্ষকের উপরে ক্ষুব্ধ গ্রামের মহিলারা তাঁর বাড়ির গেটেই তালা ঝুলিয়ে দিলেন৷ গ্রামবাসীদের সাফ কথা, ওই শিক্ষক টিকা না নেওয়া পর্যন্ত তাঁকে বাড়ি থেকে বেরোতে দেবেন না (Coochbihar News)৷
অভিযুক্ত শিক্ষক এবং তাঁর স্ত্রী৷
অভিযুক্ত শিক্ষক এবং তাঁর স্ত্রী৷
advertisement

এমন ঘটনাকে কেন্দ্র করে এ দিন সকালে শোরগোল পড়ে গেল কোচবিহারের মহিষকুচি গ্রামে৷ ভ্যাকসিন নিতে নারাজ সরকারি প্রাথমিক স্কুলের ওই শিক্ষকের নাম সুবোধ কর৷ অভিযোগ, এখনও করোনা টিকার একটিও ডোজ নেননি ওই শিক্ষক বা তাঁর স্ত্রী৷ গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা প্রায় এগারো বার বাড়ি গিয়ে টিকা নেওয়ার জন্য সুবোধবাবুকে তাগাদা দিয়েছেন৷ কিন্তু এখনও তিনি বা তাঁর স্ত্রী টিকা নেননি৷

advertisement

আরও পড়ুন: শীর্ষে কলকাতা, ৯ জেলায় দ্বিতীয় ডোজ না নেওয়ার প্রবণতা সর্বাধিক! চিন্তায় নবান্ন

শেষ পর্যন্ত এ দিন সকালে গ্রামের মহিলারাই ওই শিক্ষকের বাড়িতে গিয়ে তাঁকে টিকা নেওয়ার জন্য বোঝাতে শুরু করেন৷ কিন্তু বক্সিরহাট বাঁশরাজা প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক পাল্টা বলেন, ভ্যাকসিন নিতেই হবে এমন লিখিত নির্দেশিকা তাঁকে দেখাতে হবে৷ এই নিয়েই দু' পক্ষের মধ্যে শুরু হয় বচসা৷

advertisement

আরও পড়ুন: চায়ের দোকানে আর আড্ডা নয়, টানা সাত দিন বন্ধের নির্দেশ বর্ধমানে

শেষ পর্যন্ত ওই শিক্ষকের বাড়ির মূল দরজায় তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা৷ তাঁরা স্পষ্ট বলেন, ওই শিক্ষক এবং তাঁর স্ত্রী টিকা না নেওয়ায় তাঁদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়ছে৷ তাই যতদিন না পর্যন্ত ওই শিক্ষক এবং তাঁর স্ত্রী টিকা নেবেন না, তাঁদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না৷

advertisement

বিক্ষোভকারী এক গ্রামবাসী ললিতা সরকার বলেন, 'আমরা গ্রামের সাধারণ মানুষ প্রত্যেকে টিকা নিয়েছি৷ অথচ উনি একজন শিক্ষক হয়ে টিকা নেওয়ার প্রয়োজনীয়তা বুঝতে চাইছেন না৷ তাই আমরা আজ ওনার বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দিয়েছি৷' মহিষকুচি স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক নীলিমা সরকার বলেন, 'আমরা এগারো বার ওই শিক্ষকের বাড়িতে গিয়েছি৷ কিন্তু উনি ভ্যাকসিন নিতে রাজি হননি৷'

advertisement

এ দিনও অবশ্য নিজেদের অবস্থান থেকে সরে আসেননি ওই শিক্ষক এবং তাঁর স্ত্রী৷ গ্রামবাসীদের তাঁরা পাল্টা প্রশ্ন করেন, 'টিকা নিতে হবে তাঁর লিখিত নির্দেশ কোথায়?'

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Prabir Kundu

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coochbehar: টিকা নিতে নারাজ স্কুল শিক্ষক, বাড়ির দরজায় তালা ঝুলিয়ে দিলেন গ্রামের মহিলারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল