স্থানীয় বাসিন্দা সুভাষ বর্মন জানান, “রাস্তা নির্মাণের সাত-আট মাস সময় পর থেকেই পিচ ধীরে ধীরে উঠিতে শুরু করেছিল। তবে বামনহাট ১নং গ্রাম পঞ্চায়েতের পাথরসন এলাকার এই রাস্তা বর্তমানে একেবারেই বেহাল। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই রাস্তা নির্মাণ করা হয়েছিল গতবছর। এই রাস্তা পাথরসন থেকে পোয়াতুর কুঠী যাওয়ার মূল রাস্তা। ফলে বহু মানুষ এই পথে চলাচল করেন। তবে বেহাল অবস্থা রাস্তার মাঝে তৈরি হয়েছে গর্তের, আবার সেই গর্তে জল জমে সমস্যা সৃষ্টি করছে। এই সমস্যা দ্রুত সমাধানের আর্জি জানিয়েছেন এলাকার মানুষ।”
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এলাকার আরেক স্থানীয় বাসিন্দা সাদ্দাম মিঞা জানান, “স্থানীয়দের অভিযোগ ছিল রাস্তাটির কাজ হয়েছিল একদম নিম্নমানের। এই কারণেই বর্তমানে রাস্তার বেহাল দশা। ফলে ভোগান্তি হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সামান্য বৃষ্টিতেই বৃষ্টির জল জমে থাকছে। সাইকেল অথবা বাইক নিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে।” বামনহাট অঞ্চল সভাপতি তাপস বোস জানান, “বৃষ্টিতে সমস্যা হচ্ছে বহু মানুষের। তাই রাস্তাটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সঙ্গে কথা হয়েছে। খুব শীঘ্রই রাস্তাটি সংস্কার করা হবে।” যদিও এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বর্মন কোনও মন্তব্য প্রকাশ করতে চাননি।
আরও পড়ুন বর্ষায় নদীর ভয়ঙ্কর রূপ, গভীর চিন্তায় গ্রামবাসীরা, ভাঙন রোধে কাজ শুরু নিয়েও শুরু আপত্তি
বর্তমান সময়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ এই রাস্তার সমস্যায় নাজেহাল হয়ে রয়েছেন। দ্রুতই রাস্তা সংস্কার করা হলে অনেকটাই সুবিধা হবে স্থানীয় মানুষদের, এমনটাই জানাচ্ছেন তাঁরা। যদিও রাস্তা সংস্কারের বিষয় নিয়ে এখনোও পর্যন্ত কোনও প্রকার সরকারি উদ্যোগ চোখে পড়েনি। তাই বেশিরভাগ স্থানীয় মানুষ অনেকটাই ক্ষুব্ধ হয়ে রয়েছেন।
Sarthak Pandit