টাটকা সবজি নিয়েই প্রতিদিন পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করেন সুমত্র ভৌমিক। তাঁর বাড়ি জটেশ্বর থেকে কিছুটা দূরে ডালিমপুরে। ছড়া বলে সবজি বিক্রি করতে তিনি পছন্দ করেন।
advertisement
লঙ্কাকে তেজস্বিনী বলে বিক্রি করেন তিনি। এইভাবেই নানান সবজির নাম দিয়েছেন তিনি। লকডাউনের পর থেকে সবজির ব্যবসা তিনি শুরু করেছেন। এই বিষয়ে সুমত্র ভৌমিক জানান, “পাড়ায় পাড়ায় গিয়ে সবজি তো অনেকেই বিক্রি করেন। আমি ভাবলাম কিছু নুতনত্ব আনি। তাই সবজির আলাদা নাম দিয়ে শুরু করলাম ছড়া বলা।”
সুমত্রর সঙ্গী একটি পুরনো সাইকেল। এই সাইকেলে চেপে পাড়ায় পাড়ায় ঘুরে যখন তিনি সবজি বিক্রি করেন, তখন তাঁর মুখে কেবলই সবজি নিয়ে ছড়া। তিনি সবজিগুলোকে আলাদা ভাবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তার মজার মজার ডাকগুলো শুনে দাঁড়িয়ে পড়েন পথচলতি মানুষ।
প্রতিদিন ১০ থেকে ১২ রকম সবজি নিয়ে তিনি বের হন কিছু টাকা রোজগারের আশায়। সবজি বিক্রির পাশাপাশি সুমত্রর মজার ছড়া জটেশ্বরের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
Annanya Dey





