প্রেমিক-প্রেমিকাদের এবার সোনায় সোহাগা। বাসন্তী রঙের শাড়ি আর পাঞ্জাবী পড়ে পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলি দেওয়ার মজাটাই আলাদা। বাঙালির প্রথম প্রেমের স্বাদ পাওয়া কিন্তু এই সরস্বতী পুজোতেই! তবে এবছর যেহেতু ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়েছে তাই এবছর জলপাইগুড়ি শহরের রেস্টুরেন্ট গুলিও সেজে উঠেছে ভালবাসার সপ্তাহ সেলিব্রেট করতে।
advertisement
আরও পড়ুন: মশাবাহিত ‘এই’ রোগে আক্রান্তের সংখ্যা প্রায় ১০০! সংক্রমণ রুখতে বড় পদক্ষেপ স্বাস্থ্য দফতরের
কোথাও ক্যান্ডেল লাইট ডিনারের সুব্যবস্থা তো কোথাও স্পেশাল মেনু।রেস্টুরেন্ট গুলোতে ঢুকলেই চোখে পড়ছে স্পেশাল মেনু কার্ড, কম্বো অফারের ছড়াছড়ি। তবে সঙ্গীকে স্পেশাল ফিল করাতে ‘ঠাকুমার ঝুলি’তে রয়েছে যুগলদের জন্য বিশেষ ব্যবস্থা। সরস্বতী পুজোর কথা মাথায় রেখে মেনুতে রয়েছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। রয়েছে অন্যান্য খাবারের সম্ভারের পাশাপাশি খাবারের সঙ্গে ভালবাসার মানুষের জন্য মিলবে লাল গোলাপও। শহরও সেজে উঠেছে ভালবাসার ছোঁয়ায়।
সুরজিৎ দে