স্থানীয়দের তরফে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে এই এলাকায় একটি অজানা প্রাণীকে দেখা যাচ্ছে। মিলেছে পায়ের ছাপও। অনেকে মনে করছেন লেপার্ড হতে পারে। রাতের বেলাতেই দেখা যাচ্ছে প্রাণীটিকে। এলাকাবাসী ঝন্টু রাহা জানিয়েছেন,”বড় আকারের প্রাণীটি।এলাকায় এলেই তারস্বরে চেঁচিয়ে ওঠে কুকুর।আমরা শুধু দুর থেকে অবয়ব দেখেছি।যা মনে হচ্ছে সেটি একটি লেপার্ড।”
ঘটনায় স্থানীয়রা বন দফতরে খবর দেয়। এই ঘটনাটি এলাকাবাসীরা জানিয়েছে বন দফতরে।এরপরেই বনকর্মীদের টহল লক্ষ্য করা যায় এলাকায়।যদিও অজানা জন্তুটিকে লেপার্ড মনে করছে না বনদফতর।তবুও শহরবাসীর সুরক্ষার্থে বসছে এলাকায় ট্র্যাপ ক্যামেরা ও খাঁচা। এলাকায় টহল দিচ্ছেন বনকর্মীরা।
advertisement
বক্সা ব্যাঘ্র প্রকল্পের এএফডি পল্লব মুখার্জী জানান,”আমরা বনদফতরের তরফে এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসিয়েছি।একটি খাঁচা বসিয়েছি।বনকর্মীরা গাড়ি নিয়ে টহল দেবেন এলাকায়। ভোরের দিকের সময়ে চলবে একটি মোবাইল ভ্যানের পেট্রোলিং।”
Annanya Dey